প্লেঅফে পৌঁছলে বেন স্টোকসকে ছাড়াই নামতে হবে চেন্নাই সুপার কিংসকে

Ben Stokes. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

আইপিএল শুরু হতে এখনও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে একের পর এক ধাক্কা। কাইল জেমিশন চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন এবারের আইপিএল থেকে। এবার বেন স্টোকসকে নিয়েও চিন্তা বাড়ল চেন্নাই সুপার কিংস শিবিরে। সম্পূর্ণ আইপিএলে কার্যত অনিশ্চিত হবয়ে পড়েছেন বেন স্টোকস। কয়েকদিন আগেই আসন্ন আইপিএলের সূচী প্রকাশ করেছে বিসিসিআই। তবে প্লে অফের সূচী এখনও পর্যন্ত সামনে আসেনি। শোনাযাচ্ছে আইপিএলের প্লে অফে নাকি খেলতে পারবেন না বেন স্টোকস।

Advertisement
Advertisement

এবারের াইপিএলের মিলি নিলাম থেকে বিরাট দামে বেন স্টোকসকে দলে তুলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। বিরাট লড়াই করেই শেষপর্যন্ত বেন স্টোকসকে নিদেজের দলে নিয়েছে তারা। সেই থেকেই শোনাযাচ্ছে যে চেন্নাই সুপার কিংসের ভবিষ্যত্ অধিনায়কের দায়িত্ব নাকি উঠতে পারে বেন স্টোকসের কাঁধে। এবারই হয়ত শেষ আইপিএল খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সেই বেন স্টোকসই এবার শেষপর্যন্ত খেলতে পারবেন আইপিএলের মঞ্চে।

এবার ১৬.২৫ কোটি টাকায় চেন্নাই সুপার সিংসে এসেছেন বেন স্টোকস

যদি আইপিএলের প্লে অফে পৌঁছতে পারে চেন্নাই সুপার কিংস। সেখানেই নাকি খেলতে পারবেন না বেন স্টোকস। সেই সময়ই নাকি আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজ খেলার আগেই কয়েকদিনের বিরতি নিতে পারেন বেন স্টোকস। আর সেজন্যই প্লে অফের মঞ্চে পৌঁছলে বেন স্টোকসকে পাওয়ার সম্ভাবনা কার্যত চেন্নাই সুপার কিংসের নেই বললেই চলে। তবে লিগ পর্যায়ের জন্য বেন স্টোকসকে প্রতিটি ম্যাচেই পাবে চেন্নাই সুপার কিংস।

এইঅ প্রসঙ্গেই বেন স্টোকস জানিয়েছিলেন, “হ্যাঁ আমি অবশ্যই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট ম্যাচ খেলব। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে নামার জন্য নিজেকে প্রস্তুত করতে সমস্ত ব্যবস্থাই নিশ্চিত করব আমি”।

এবারের আইপিএলের আগে মিনি নিলামে হেন স্টোকসকে ১৬.২৫ কোটি টাকায় দলে তুলে নিয়ে সকলকে চমকে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। মহে্দ্র সিং ধোনির পরবর্তী চেন্নাই ুপার কিংসের অধিনায়ক হিসাবে তাঁকেই ভাবতে শুরু করেছেন অনেকে। এবারের আইপিএলে ২০ মে শেষ লিগ ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস। তারা প্লে অফে পৌঁছলে সেখানে বেন স্টোকসের অনুপস্থিতি যে সমস্যা বাড়াবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই চোটেপ জন্য আইপিএল চেন্নাই সুপার কিংস শিবির থেকে ছিটকে গিয়েছেন কাইল জেমিসন। প্লেঅফের মঞ্চে যদি বেন স্টোেকসকেও চেন্নাই না পায়, সেটা চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট।