আইপিএল নিয়ে বোর্ডের প্ল্যান বি, দক্ষিণ আফ্রিকায় সরতে পারে আসন্ন আইপিএল

IPL trophy
IPL trophy. (Photo Source: Twitter)

কয়েকদিন ধরেই নানান গুঞ্জন শোনাযাচ্ছে। এবার আইপিএল নিয়ে নতুন সংশয়। করোনা পরিস্থিতিতে আদৌ কী দেশের মাটিতে করা সম্ভব আইপিএল। শোনাযাচ্ছে বিসিসিআই নাকি এখন থেকেই প্ল্যান বি ভাবতে শুরু করে দিয়েছে। আগামী কয়েক সপ্তাহে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না এলে  আসন্ন আইপিএল হতে পারে দক্ষিণ আফ্রিকায়। গত দু মরসুম সংযুক্ত আরব আমিরশাহীতে করলেও, আসন্ন মরসুমের জন্য বোর্ডের প্ল্যান বি-তে এবার দক্ষিণ আফ্রিকাই।

গত ডিসেম্বর থেকেই ফের করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের প্রভাব দেখা গিয়েছে। জানুয়ারির শুরু থেকেই যার গ্রাফ উর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে দেশের মাটিতে আইপিএল আয়োজন নিয়েও দেখা দিয়েছে সংশয়।  আসন্ন আইপিএল ১০ দল নিয়ে হতে চলেছে। আইপিএলের ইতিহাসে যা প্রথমবার। গত দুবছর না হলেও, এবার দেসের মাটিতেই ফের আইপিএল ফেরার কথা। কিন্তু নতুন করে করোনার হানা সমস্ত হিসাবই বদলে দিয়েছে।

গত দুই মরসুম করোনার জেরে দেশের মাটি থেকে আইপিএল সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ধীরে ধীরে পরিস্থিতি নিযন্ত্রনে আসায় এবারই ফের আইপিএলের আসর ভারতে হওয়ার কথা। সেইমতো প্রস্তুতিও শুরু করে দিয়েছিল বোর্ড। কিন্তু করোনার বাড়তে থাকা গ্রাফ ফের চিন্তার ভাঁজ ফেলেছে বোর্ড কর্তাদের কপালে। আর সেজন্যই ফের দেশের বাইরে আইপিএল করার ভাবনাও শুরু হয়ে গিয়েছে।

আসন্ন কয়েক সপ্তাহ দেশে করোনা পরিস্থিতির ওপর নজর রাখবে বোর্ড, এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত

করোনার জেরে ইতিমধ্যেই সমস্ত ঘরোয়া লিগ স্থগিত করে দিতে বাধ্য হয়েছে বোর্ড। পরিস্থিতি দেখার পরই আগামী ১৫ দিনে রঞ্জি ট্রফি নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন বোর্ড কর্তারা। সেই পরিস্থিতিতে দু মাস পরই দেশের মাটিতে হওয়ার কথা আইপিএল। কিন্তু কিন্তু করোনা যেভাবে বাড়ছে, সেই পরিস্থিতিতে কী আইপিএল দেশের মাটিতে করা সম্ভব? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে বোর্ডও তাদের প্ল্যান বি নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে।

গত দু বছর সংযুক্ত আরব আমিরশাহীতে হলেও, এবার আর সেখানে আইপিএল আয়োজন করতে চাইছেন না বোর্ড কর্তারা। তাদেপ পছন্দের তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকায়। যদিও দেশের মাটিতে ক্যাশ রীচ লিগ আয়োজন করার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। শোনাযাচ্ছে আগামী দু সপ্তাহ করোনার পরিস্থিতি দেখে নিতে চাইছে তারা। সেই সময় করোনা যদি ধীরে ধীরে নিয়ন্ত্রনে আসতে থাকে, তবে দেশেই হবে আইপিএল। কিন্তু যদি পরিস্থিতি বেগতিক হয়, তবে প্ল্যান বি নিয়ে কাজ শুরু করে দেবেন তারা।

আর প্ল্যান বি-তে বোর্ডের পছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজ খেলছে ভারত। কোভিড পরিস্থিতিতে তাদের ব্যবস্থাও বোর্ড কর্তাদের খুশি করেছে। তাই একান্তই দেশের মাটিতে আয়োজন সম্ভব না হলে, প্ল্যাবন বি অনুয়ায়ী দক্ষিণ আফ্রিকাতেই আসন্ন আইপিএল আয়োজন করার লক্ষ্যে বিসিসিআই। দক্ষিণ আফ্রিকাতে এর আগেও আইপিএল আয়োজন করেছে বোর্ড। অবস্থা নিয়ন্ত্রনে না এলে, এবারও সেই পথেই হাঁটতে চায় তারা।