ওডিআই বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ্যে আনল আইসিসি
আপডেট করা - Aug 19, 2023 7:48 pm
আগামী ৫ অক্টোবর তেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। হাতে আর দুই মাসও সময় নেই বিশ্বকাপ শুরু হতে। সূচী আগেই ঘোষণা করে দিয়েছে আইসিসি। এবার সামনে এল ওডিআই বিশ্বকাপের নতুন ম্যাসকট। ২০২৩ বিশ্বকাপের জন্য অভিনব ম্যাসকট তৈরি করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। জোড়া ম্যাসকটই প্রকাশ করেছে আইসিসি। যদিও তাদের নাম এখনও পর্যন্ত ঠিক করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই ভার অবশ্য গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের ওপরই ছেড়েছে তারা।
আগামী দিনের তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এমন ম্যাসকট তৈরির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কর্তাদের মতে ক্রিকেটকে আরও প্রসারিত করতেই নাকি এমন ম্যাসকট প্রস্তুত করেছে তারা। ইতিমধ্যেই সেই ম্যাসকট নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের সমস্ত সমর্থকদের। শনিবার গুরুগ্রামে একটি অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ্যে এনেছে আইসিসি। সেখানেই উপস্থিত ছিলেন অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যশ ধুল এহং ছিলেন মহিলা ক্রিকেটার শেফালী বর্মা।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ
এই ম্যাসকটের মধ্যে একটি মহিলাদের প্রতিনিধিত্ব করছে, আরেকটি ম্যাসকট পুরুষদের প্রতিনিধিত্ব করছে। সেখানেই মহিলাদের প্রতিনিধিত্ব করা ম্যাসকটটের হাতে রয়েছে টার্বো পাওয়ার। সেইসঙ্গে দ্রুতগতিতে ফায়ার বল শুট করত পারে সে। তাঁর নিখুঁত লক্ষ্য ব্যাটারদের কার্যত হতবাক করে দেবে। সেইসঙ্গে তাঁর দ্রুতগতির বোলিং করারও দক্ষতা রয়েছে। আর এই ম্যাসকট সামনে আসতেই আুপ্লুত হয়েছেন সকলে। এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দেখা যাবে আইসিসির এই অভিনব ম্যাসকট।
এই প্রসঙ্গে আইসিসির হেড অব ইভেন্ট জানিয়েছেন, আইসিসির ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই দুই ম্যাসকট আমরা সামনে প্রকাশ্যে আনতে পেরে অত্যন্ত আপ্লুত। এই দুই ম্যাসকট দিয়ে ক্রিকেট যে সমস্তকিছুর উর্ধ্বে এবং গোটা বিশ্বে ছড়িয়ে পরার ইঙ্গিতই দেওয়া হচ্ছে। সেইসঙ্গে পুরুষ এবং মহিলা দুই ম্যাসকট প্রকাশ করে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধেও একটা একটা বার্তা দেওয়া হয়েছে।
আগামী ৫ অক্টোবর তেকে শুরু হতে চলেছে এবারের ওডিআই বিশ্বকাপ। কয়েকদজিন আগেই পূর্ণাঙ্গ সূচী ঘোষণা হয়ে গিয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাতো বিশ্বকাপ শেষ হলেই বোঝা যাবে। ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এবারের ওডিআই বিশ্বকাপ। সেখানেই ঘরের মাঠে প্রথম ম্যাচে ৮ অক্টোবর নামছে ভারত। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।