তরুণ পেসার অর্শদ্বীপ সিংয়ের পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ইয়ান বিশপ

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে বহু তরুণ তারকাদের দাপট দেখাতে দেখা গিয়েছে। উঠে এসেছেন টি নটরাজন, উমরান মালিক এবং মহসিন খানেদের মতো তরুণ বোলাররা। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত্ পেসারদের দেখে অনেকেই প্রশংসায় ভরাচ্ছেন তাদের। ইয়ান বিশপের মতো তারকাও ভারতের এমন তরুণ পেস তারকাদের দেখে আপ্লুত। কিন্তু এতকিছুর মধ্যেও এক তরুণ পেসারই ইয়ান বিশপকে সবচেয়ে বেশী মুগ্ধ করেছেন পঞ্জাব কিংসের অর্শদ্বীপ সিং। ইতিমধ্যেই আইপিএলে তাঁকে সেরা ডেথ ওভার স্পেশ্যালিস্টও বলতে শুরু করেছেন সকলে।

কয়েকদিন আগেই অর্শদ্ূীপ সিংয়ের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছিলে হরভজন সিং। তাঁর বোলিং দক্ষতা, চাপের মুহূর্তে নির্ভীক বোলিং নিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন প্রাক্তন এই ভারতীয় তারকা। তাঁর পথেই হাঁটলেন এবার ইয়ান বিশপও। হয়ত বল হাতে অন্যান্যদের তুলনায় উইকেট পেয়েছেন কমই। কিন্তু পঞ্জাবের প্রতিটি ম্যাচে জয়ের পিছনে অর্শদ্বীপের অবদানকে অস্বীকার করতে পারছেন না ইয়ান বিশপও। ভারতের প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি অর্শদ্বীপের প্রশংসায় এবার তিনিও।

বিশেষকরে অর্শদ্বীপের পরিস্থিতি বুঝে বোলিং এবং চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে বোলিং করার দক্ষতা যেমন নজর কেড়েছে ইয়ান বিশপের। ঠিক তেমনই তাঁর ইয়র্কার দেওয়ার দক্ষতাও নজর কেড়েছে ইয়ান বিশপের। আর সেইসব নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন এই ক্যারিবিয়ান তারকা। অর্শদ্বীপের প্রশংসায় একেবারে পঞ্চমুখ তিনি।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ১০ উইকেট পেয়েছেন তিনি

স্পোর্টস্টারে দেওয়া এক সাক্ষাতকারে ইয়ান বিশপ জানিয়েছেন, “অর্শদ্বীপ যেমন নিখুঁত বোলিং করতে পারেন, তেমনই তাঁর পরিস্থিতির সঙ্গে মানিয়ে বোলিং করার দক্ষতাও রয়েছে। তাঁর ইয়র্কার দেওয়ার ক্ষেত্রে দক্ষতা এবং বোলিংয়ের তারতম্যও আমাকে মুুগ্ধ করেছে। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কখনও গতি বদলাতে এবং কোন নির্দিষ্ট বোলিং করার দক্ষতা রয়েছে তাঁর। এই জন্যই তিনি একজন সেরা তারকা”।

তিনি আরও বলেছেন, “একজন বোলারের বহুরকম বোলিংয়ের দক্ষতা থাকতেই পারে। কিন্তু আসল জিনিসটা হল তিনি কখন সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। আর ইনিংসের একেবারে শেষ মুহূর্তে যখন বোলিং করতে হয় তখন তো এটাই সবচেয়ে জরুরী”।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এবার যেমন পারফরম্যান্স তিনি দেখিয়েছেন, তা বিশেষ করে  মুগ্ধ করেছে শেষ  মুহূর্তে হার্দিক পান্ডিয়াতে অর্শদ্বীপ সিংয়ের সেই পারফরম্যান্স এখনও চেখে লেগে রয়েছে  বিশপের।  সেই কথাই বারবার উঠে এসেছে তাঁর মুখে। যদিও এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ১০টিই উইকেট পেয়েছেন অর্শদ্বীপ সিং। কিন্তু শেষমুহূর্তে তাঁর বোলিং দেখে অর্শদ্বীপকে আইপিএলের অন্যতম সেরা ক্রিকেটার বেছে নিয়েছেন ইয়ান বিশপ।