জনি বেয়ারস্টোর অভাব অনুভব করবে পঞ্জাব কিংস, মনে করছেন শিখর ধওয়ান

Shikhar Dhawan. (Source: IPL/BCCI)

চোটের জন্য শেষ মুহূর্তে এবারের আইপিেল থেকে ছিটকে গিয়েছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার জনি বেয়ারস্টো। এবারের আইপিএলে খেলতে পারবেন না তিনি।  চোটতো রয়েছেই সেইসহ্গে তাঁকে এবারের আইপিএল খেলার জন্য এনওসিও দেয়নি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। সেইসঙ্গেই এবারের মতো আইপিএল খেলার আশা শেষ গয়ে গিয়েছে জনি বেয়ারস্টো। আর সেটা যে পঞ্জাব কিংস শিবিরকে অনেকটাইই চাপে পেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত তাঁর জায়গায় এবার ম্যাথু শটকে দলে নিয়েছে পঞ্জাব কিংস।

Advertisement
Advertisement

জনি বেয়ারস্টোর  অনুপস্থিতি যে পঞ্জাব কিংস শিবির অনুভব করবে তা মানতে কোনও দ্বিধানেই শিখর ধওয়ানের। গতবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। তাঁর হাত ধরেই প্লেঅফের কাছাকাছিও পৌঁচে্ গিয়েছিল তারা। যদিও সেষরক্ষা করতে পারেনি পঞ্জাব কিংস। এবারের আইপিএলে পঞ্জাব কিংসের নেতৃত্বে রয়েছেন শিখর ধওয়ান। জনি বেয়ারস্টোর মতো তারকা ক্রিকেটারের না থাকাটা নিয়ে বেশ চিন্তাতেই রয়েছ পঞ্জাব কিংস।

গত মরসুমে পঞ্জাব কিংসের হয়ে  ২৫৩ রান করেছিলেন জনি বেয়ারস্টো

এবারের আইপিএলে জনি বেয়ারস্টো পরিবর্তে বিগব্যাশ লিগের তারকা ক্রিকেটার ম্যাথু শর্টকে দলে নিয়েছে পঞ্জাব কিংস শিবি্র। গত মরসুমে ুপ্রথম তেকে প়্জাবির হয়ে মাঠে নামতে পারেননি জনি বেয়ারস্টো। সেখানেই ১১ টি ম্যাচে ২৫৩ রান করেছিলেন জনি বেয়ারস্টো। সেবারের াইপিএলে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৪৪.৫৭। এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার খরাই কাটানোর লক্ষ্যে রয়েছে পঞ্জাবের কিংস বাহিনী। কিন্তু  বেয়ারস্টোর মতো ক্রি্কেটারের দলে না থাকাটা সেই পরিকল্পনায় খানিকটা হলেও কঠিন করে দিয়েছে।

জনি বেয়ারস্টোর মতো তারকা ক্রিকেটারের অভাব য়ে তারা ভালভাবেই বুঝতে পারচে তা শিখর ধওয়ানের কথাতেই স্পষ্ট। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এবারের আইপিএলে আমি জনি বেয়ারস্টোর ব্যাটিংয়ের অভাব অনুভব করব।  তাঁর জবাবও বেশ আবেগঘনভাবেই দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার। তিনি জানিয়েছেন, আমিও তোমাদের সকলকে খুবই মিস করব। ধন্যবাদ সকলকে।

তাঁর জায়গায়  ম্যাতু শর্টকে এবার দেল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস। বিগব্যাশ লিগে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের বিগব্যাশ লিগ প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছি্লেন তিনি। ১৪ ম্যাচে ৪৫৮ পাম কররেছিলেন ম্য়াথু শর্ট। সেই ফর্ম এবারের আইপিএলেও ম্যাথু শর্ট দেখাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।