“আমার মনে হয় আমরা বেশ কিছু সময় হাসিমুখে থাকব” – ওডিআই বিশ্বকাপ জয়ের পর উচ্ছ্বসিত প্যাট কামিন্স

Josh Hazlewood and Pat Cummins
Josh Hazlewood and Pat Cummins. (Photo Source: Mark Evans/Getty Images)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে ৬ উইকেটে হারানোর মাধ্যমে ট্রফি জিতেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। সিডনিতে পৌঁছনোর পর দলের অনুভূতির ব্যাপারে মুখ খুলেছেন প্যাট কামিন্স। তিনি বলেছেন যে তাদের মুখে বেশ কিছু সময়ের জন্য হাসি থাকবে।

অস্ট্রেলিয়ার নামে এই মুহূর্তে ছয়টি ওডিআই বিশ্বকাপের ট্রফি রয়েছে। ১৯শে নভেম্বর, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে ধরাশায়ী করেছিল অস্ট্রেলিয়া। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। কিন্তু শেষমেশ ফাইনালে তাদের জয়ের ধারা ভেঙে যায়।

প্যাট কামিন্সের বক্তব্যকে ইন্ডিয়া টুডে উদ্ধৃত করেছে, “আমার মনে হয় আমরা বেশ কিছু সময় হাসিমুখে থাকব। আমরা এখনও মজা করছি। প্রতি আধঘণ্টা পর আমাদের মনে পড়ে যাচ্ছে যে আমরা সবেমাত্র একটি বিশ্বকাপ জিতেছি এবং আমরা আবারও উত্তেজিত হয়ে উঠছি। আপনি প্রতি চার বছরে একটি মাত্র সুযোগ পান। ভারতের মতো একটি জায়গায় খেলা এবং ট্রফি জেতা, এটি সত্যিই কঠিন।”

তিনি যোগ করেছেন, “এটা প্রায় আকস্মিক মৃত্যুতে পরিণত হয়েছিল (ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ প্ৰথম দুটি ম্যাচে পরাজয়), বিশ্বাস কখনই ছেড়ে যায়নি, এমনকি শুরুতে আমরা জানতাম যে আমরা আমাদের সেরাটা খেলিনি, কিন্তু আমরা জানতাম যে একবার ছন্দে ফিরে এলে আমরা যেকোনো দলকে হারাতে পারব এবং আমরা সেটি প্রমাণ করেছি।”

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন প্যাট কামিন্স

সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। বিরাট কোহলি এই ম্যাচে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন। এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার ৪টি চার সহ ৬৩ বলে ৫৪ রান করেছিলেন। অন্যদিকে, শ্রেয়স আইয়ার ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছিলেন। তিনি ৩ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। কেএল রাহুল মাত্র ১টি চার সহ ১০৭ বলে ৬৬ রান করেছিলেন।

অস্ট্রেলিয়া ৪৩ ওভারে ৪ উইকেটে ২৪১ রান করেছিল এবং ম্যাচটি জিতে নিয়েছিল। ট্র্যাভিস হেড ১৫টি চার এবং ৪টি ছয় সহ ১২০ বলে ১৩৭ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। মার্নাস ল্যাবুশেন ৪টি চার সহ ১১০ বলে অপরাজিত ৫৮ রান করতে সক্ষম হয়েছিলেন।