অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে সূর্যকুমারের খেলা নিয়ে আশাবাদী সঞ্জয় মঞ্জরেকর

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: Twitter)

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টে নামতে চলেছে ভারত।  এই সিরিজ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সেখানেই নাগপুরে ভারতীয় দলের প্রথম একাদশ কী হয় তা নিয়েই চলছে জোর জল্পনা। ভারতীয় দলের করফে এখনও পর্যন্ত তেমন কোনও আভাস পাওয়া যায়নি।  তবে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেই হয়ত দেখা যেতে চেছে সূর্যকুমার যাদবকে। এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয়নি সূর্যকুমার যাদবের।

ভারতীয় দলের হয়ে একদিন এবং টি টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব। কিন্তু এখনও পর্যন্ত দেশের জার্সিতে টেস্টের মঞ্চে অভিষেক হয়নি েই তারকা ক্রিকেটারের।  নতুন বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতেই ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। যদিও এই তরুণ ক্রিকেটারের এই সিরিজে অভিষেক হবে কিনা তা নিয়ে এখনই কোনও নিশ্চয়তা নেই। যদিও প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর অবশ্য সূর্যকুমার যাদবের ভারতীয় দলের হয়ে  টেস্টের মঞ্চে অভিষেক হওয়া নিয়ে আত্মবিশ্বাসী।

টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব

বরং তাঁর মতে নাগপুরেই নাকি ভারতীয় দলের প্রথম একাদশে দেখা যেতে চলেছে ভারতীয় দলের মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রীকে।  সাদা বলের ফর্ম্যাটে  সফল হওয়ার  পাশাপাশি সূর্যকুমার যাদবের ঘরকোয়া ক্রিকেটেও যথেষ্ট সাফল্য রয়েছে। ঘরোয়া ক্রিকেটে ৭৯টি ম্যাচ খেলেছেন সূর্যকুমার যাদব। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার মতো দেশের বিরুদ্ধে সূর্যকুমারের স্ট্রাইক রোটেট করার দক্ষতাও ভারতকে সাহায্য করবে বলেই মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর।

এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “আমার মনে হয় কেএস ভরতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে চলেছেন সূর্যকুমার যাদবও। ভারতীয় দলের হয়ে ছয় নম্বর পজিশনেই ব্যাটিং করতে নামবেন তিনি।  ঘরোয়া ক্রিকেটেও ৭৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সূর্যকুমার যাদবের।  তাঁর হাত ধরেই একটু ইউনিক কেরিয়ার দেখতে চলেছি আমরা। একইসঙ্গে তিনি  ক্রিকেটের বাইশগজে বহুদিনপর জন্যই উজ্জ্বল হয়ে থাকবেন”।

গতবছর টি টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন সূর্যকুমার যাদব। এই মুহূর্তে টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানেই রয়েছেন এই তারকা ক্রিকেটার। এবার টেস্টের মঞ্চে সুযোগ পেলেও সূর্যকুমার সফল হতে পারে কিনা সেটাই দেখার।