যুবরাজের কাছে ছয় বলে ছয়টি ওভার বাউন্ডারির ঘটনাই তাঁকে শক্তিশালী করেছে, মত স্টুয়ার্ট ব্রডের

Stuart Broad
Stuart Broad. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে অ্যাশেজের মঞ্চে নেমেছে ইংল্যান্ড। সেই সিরিজ চলকালীনই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। এই ম্যাচের পরই টেস্টের মঞ্চে স্টুয়ার্ট ব্রডের গায়ে উঠবে প্রাক্তনের তকমা।  ক্রিকেটের মঞ্চকে বিদায় জানানোর মুহূর্তে তিনি যে আবেগতাড়িত হয়ে পড়বেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই নানান মুহূর্তের কথা উঠে এসেছে স্টুয়ার্ট ব্রডের মুখে। ২০০৭ সলের টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ছয় বলে ছয়টি ছয় খাওয়ার কথাও বলতে ভোলেননি স্টুয়ার্ট ব্রড।

ক্রিকেটের মঞ্চে তিনিই প্রথম বোলার যাঁকে ছয় বলে ছয়টি ছয় হজম করতে হয়েছিল। সেই কালো দিন তিনি হয়তো কখনোই ভুলতে পারবেন না। যুবরাজ সিংয়ের বিধ্বংসী ইনিংস এখনও সকলের স্মৃতিতে টাটকা রয়েছে।  সেই দিনটি অবশ্যই স্টুয়ার্ট ব্রডের জীবনে যে একটা কালো দিন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই ঘটনাটাই  যে স্টুয়ার্ট ব্রডকে আরও শক্তিশালী করে তুলেছিল তাও বলতে দ্বিধা করেননি এই তারকা ব্রিটিশ ক্রিকেটার। সেই ঘটনাটাই স্টুয়ার্ট ব্রডকে এমন শক্তিসালী প্রতিযোগী করে তুলেছিল।

চলতি অ্যাশেজেরক মঞ্চ থেকেই অবসরের ঘোষণা করেছেন স্টুয়ার্ট ব্রড

টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই ঘটেছিল সেই ঘটনা। যেখানে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে যুবরাজ সিংয়ের ঝামেলার পরই স্টুয়ার্ট ব্রড বোলিং.ে এসেছিেন। সেই ওভারেই প্রতিটিবলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড কৈরি করেছিলেন যুবরাজ সিং।  স্টুয়ার্ট ব্রডের  সেই স্মৃতি এখনও টাটকা রয়েছে। তাতে পরিস্থিতি তাঁর বদলে গিয়েছিল ঠিকই। কিন্তু সেই ঘটনাটাই স্টুয়ার্ট ব্রডকে একজন শক্তিশালী যোদ্ধা হিসাবে তৈরি করেছিল। অবসরের ম়্তে দাঁড়িয়ে সেই কথাই বারবার উঠে এল স্টুয়ার্ট ব্রডের গলায়।

ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটারক জানিয়েছেন, “অবশ্যই আমি সবসময়ই মনে করে এসেছি যে সেই ঘটনার পূণরাবৃত্তি যেন আর কখনোও না হয়। আমার মনে হয় সেই পরিস্থিতিতে যেটা আমাকে সবচেয়ে সাহায্য করেছিল তা চিল একেবারেই শেষের দিকে। সেজন্য মার কখনোই মনে হয়নি যে আমার জন্য আমাদের দেশ বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে গিয়েছে। তবে আমার মনে হয় সেই ঘটনাটাই এখন আমি যে জায়গায় পৌঁছেছি, সেখানে যেতে সাহায্য করেছে এবং একটা বড় লক্ষ্যে পৌঁছে দিয়েছে”।

ইংল্যান্ডের হয়ে ২০০৭ সালে টেস্টে অভিষেক হয়েছিল স্টুয়ার্ট ব্রডের। দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারের বহু উথ্থান-পতনের স্বাক্ষী তিনি।  চলতি অ্যাসেজের ম়ঞ্চেই টেস্ট কেরিয়ারে ৬০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই তারকা ক্রিকেটার। অ্যাশেজ শেষেই ক্রিকেটকে বিদায়জনাবেন স্টুয়ার্ট ব্রড।