জিম্বাবোয়ে সফরের আগে যুবরাজ সিংয়ের থেকে পাওয়া পরামর্শ সাহায্য করেছে শুভমন গিলকে

Shubman Gill
Shubman Gill. ( Photo Source: Twitter)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাট্ক দু রানের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের কেরিয়ারের সেঞ্চুরী পাওয়ার থেকে বঞ্চিত হয়েছিলোন শুভমন গিল। সেই আফসোস ম্যাচ শেষে শোনাও গিয়েছিল এই ত.রুণ ভারতীয় ক্রিকেটারের মুখ থেকে। অবশেষ জিম্বাবোয়ের বিরুদেধেই সেই অপেক্ষার অবসান হয়েছে শুভমন গিলের। দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে  প্রথম সেঞ্চুরী পেয়েছেন তিনি। তাঁর সেঞ্চুরী পাওয়ার পরই শুভেচ্ছা্ বার্তা পাঠিয়েছিলেন যুবরাজ সিং। জিম্বাবোয়ে সফরের আগেই যুবরাজের থেকে কী পরামর্শ পেয়েছিলেন তা নিয়েই এূার মুখ খুললেন শুভমন গিল।

জিম্বাবোয়ের বিরুদ্ধে এবার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার। শেষ ম্যাচেসেঞ্চুরী করে শুধু ম্যাচের সেরাই হননি, সিরিজের সেরার পুরষ্কারও গিয়েছে শুভমন গিলের হাতেই। ২০২৩ সালের আসন্ন বিশ্বকাপের জন্য যে ভারতীয় দলে সুযোগ পাওয়ার তিনি অন্যতম যোগ্য দাবীদার হয়ে উঠছেন তা এখন বলা যেতেই পারে। শেষ একদিনের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৯৭ বলে ১৩০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন শুভমন গিল। আর তাতেই আপ্লুত সকলে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙেছেন শুভমন গিল

ম্যাচ শেষে ঈশান কিষাণে সঙ্গে একটি আলাপচারিতায় যোগ দিয়েছিলেন শুভমন গিল। সেখানেই যুবরাজ সিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা প্রকাশ্যে এনেছেন শুভমন গিল। জিম্বাবোয়ে সফরের আগে যবরাজ সিংয়ের সঙ্গে কথা হয়েছিল শুভমন গিলের। সেই সময়ই এই প্রাক্তন তারকা ক্রিকেটারের থেকে নানান পরামর্শ পেয়েছিলেন শুভমন গিল। তাঁর সেঞ্চুরী পাওয়ার বিষয়েও নানান কথাবার্তা হয়েছিল শুভমনের সঙ্গে। সেই পরামর্শ কাজে লাগিয়েই এই সাফল্য পেয়েছেন বলে জানাচ্ছেন শুভমন গিল।

বোর্ডের ওয়েব সাইটেই এই প্রসঙ্গে শুভমন গিল জানিয়েছেন,  “জিম্বাবোয়ে সফরে আসার আগে যুবরাজ সিংয়ের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল। তিনি আমায় বলেছিলেন  ব্যাটিং করার সময় সেট হয়ে যাওয়ার পরই আরও ভালভাবে সেই জায়গায় পারফরম্যান্স করতে। এচাড়াও আমায় সেঞ্চুরী পাওয়ার বিষয়েও যথেষ্ট আত্মবিশ্বাস যুগিয়েছিলেন তিনি। এর আগে আমি একটিও সেঞ্চুরী পাইনি”।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে ৯৮ রানেই থামতে হয়েছিল শুভমন গিলকে। এরপরই তাঁর সামনে ছিল জিম্বাবোয়ে সফর। সেখানে আর কোনওরকম ভুল করেননি শুভমন গিল। শেষ ম্যাচে ৮২ বলে কেরি.য়ারের প্রথম সেঞ্চুরীটা করে ফেলেন তিনি। একইসঙ্গে সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দেন এই তরুণ ক্রিকেটার।

গোটা সিরিজে একটি সেঞ্চুরীর সঙ্গে রয়েছে একটি অর্ঘশতরানও। তিন ম্যাচে শুবমন গিলের রান ২৪৫। সেইসঙ্গে তাঁর গড়  রয়েছে ১২২ এবং স্ট্রাইকরেট রয়েছে ১২০.৬৯। এবার এই ধারাই ধরে রাখতে চান শুভমন গিল। সামনের বিশ্বকাপই যে শুভমন গিলের পাখির চোখ তা নিয়ে কোনও সন্দেহ নেই।