৫০ বলে ১০০ রানের ইনিংসটাই রহমনুল্লাহ গুরবাজের কাছে সবচেয়ে বিশেষ

Rahamanullah Gurbaz
Rahamanullah Gurbaz. ( Image Source: Twitter )

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে শারজায় নতুন রেকর্ড গড়লেন  রহমনুল্লাহ গুরবাজ। আফগানিস্তান ক্রিকেটার হিসাবে দ্বিতীয় দ্রুততম টি টোয়েব্টি সেঞ্চুরীর রেকর্ড গড়লেন রহমনুল্লাহ গুরবাজ। আর তাতেই আপ্লুত সকলে। এমন পারফরম্যান্স দেখাতে পেরে রহমনুল্লাহ গুরবাজ নিজেও আপ্লুত। সংয়ুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তাঁর এই বিধ্বংসী সেঞ্চুরীকে বিশেষ বলেই মনে করছেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার। এমন পারফরম্যান্স দেখানোর পর থেকেই উচ্ছ্বসিত এই তারকা ক্রিকেটার। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৫২ বলে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন রহমনুল্লাহ গুরবাজ।

এদিন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছিল আফগানিস্তান। সেখানেই বিধ্বংসী মেজাজে ছিলেন  আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার। সেখানেই সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন এই তারকা আফগান ক্রিকেটার। এর আগে আফগানিস্তানের হয়ে দজ্রুততম টি টোয়েন্টি ছিল হজরতউল্লাহ জাজাইয়ের। মাত্র ৪২ বলে সেই সেঞ্চুরী করেছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁরই সেই এলিট তালিকায় নাম তুললেন আফগানিস্তানের রহমনুল্লাহ গুরবাজ। শেষপর্যন্ত এই পারফরম্যান্স তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

আফগান ক্রিকেটার হিসাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরী করেছেন রহমনুল্লাহ গুরবাজ

এদিন মাঠে নামার পর থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন  রহমনুল্লাহ গুরবাজ। তাঁর সেঞ্চুরীতে ভর করেই সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বিরাট রানে পৌঁছেছিল আফগানিল্তানষ প্রথমে ব্যাট করে  এদিন আফগানিস্তান করেছিল ২০৩ রান। সেখানেই ৫০ বসলে সেঞ্চুরী করেছিলেন রহমনুল্লাহ গুরবাজ। দীর্ঘদিন ধরেই সেঞ্চুরী করার প্রত্যাশায় ছিলেন এই তারকা আফগানিস্তান ক্রিকেটার। অবসেষে সেই স্বপ্নই পূরণ হয়েছে তাঁর। এই সেঞ্চুরী ইনিংসটাই এখন তাঁর কাছে সবচেয়ে বিশেষ। ম্যাচ শেষে সেই কথা জানাতে কোনওরকম দ্বিধা করেননি হরমনুল্লাহ গুরবাজ।

ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, “আমি সত্যিই অত্যন্ত উচ্ছ্বসিত। টি টোয়েন্টি ফর্ম্যাটে সেঞ্চুরী করার স্বপ্ন ছিল আমার। সেই কারণেই আমি অত্যন্ত উচ্ছ্বসিত। হজরুতউল্লাহকে স্ট্রাইক দেওয়াটাই ছিল আমার প্রধান কাজ এবং সেখানেই কোনও সহজ বল পেলে নিজের খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আমার। এখানে দুই দলই সমর্থকদের থেকে অনেক বেশী সাপোর্ট পেয়েছিলেন। সেজন্য তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমরা। আমি আশাবাদী পরের ম্যাচেও খেলা দেখতে আসবে তারা”।

এদিন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন রহমনুল্লাহ গুরবাজ। সেইসঙ্গে তাঁর ব্যাট থেকে ছিল একের পর এক বড় শটের ঝলক। রহমনুল্লাহ গুরবাজের ১০০ রানের ইনিংসটি এদিন সাজানো ছিল ৭টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি দিয়ে। মাত্র ৫০ বলে খেলেই সেই সেঞ্চুরী কড়েছিলেন তিনি। এছাড়া তাঁর স্ট্রাইকরেট ছিল ১৯২.৩১।