৪৬তম ওডিআই সেঞ্চুরির পরে কোহলির মন্তব্য – “মাইলফলকে পৌঁছনোর জন্য মরিয়া নই”

২৮৩ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন বিরাট

Virat Kohli
Virat Kohli. (Image Source: BCCI)

ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি বলেছেন বাংলাদেশ সফরের পর পাওয়া বিরতি তাঁকে চাঙ্গা হতে এবং ওয়ানডে ক্রিকেটে শীর্ষ ফর্মে ফিরে আসতে অনেক সাহায্য করেছে। ২০২৩ বিশ্বকাপের আগে বছরের প্রথম ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ৩-০ ব্যবধানে জয়ে তিনিই সিরিজ সেরার পুরস্কার জেতার পরে কোহলি এই মন্তব্য করেছেন।

বিরাট কোহলি ওডিআই ক্রিকেটে তাঁর নবম প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জিতেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে তিনি ৩ ম্যাচে ২৮৩ রান করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি রয়েছে। ওডিআই সিরিজের আগে আয়োজিত টি-২০ সিরিজের জন্য কোহলি নির্বাচিত হননি। বছরের শুরুতে কোহলি গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ১১৩ রান করার পরে দ্বিতীয় ওডিআইতে ৪ রানে আউট হয়েছিলেন। তবে সিরিজের শেষ ম্যাচে অপরাজিত ১৬৬ রান করে ওডিআইতে তাঁর দ্বিতীয় সর্বোচ্চ স্কোর নথিবদ্ধ করেছেন।

বিরতি থেকে ফিরে আসার পরে আমি ভালো অনুভব করছি: বিরাট কোহলি

তাঁর শেষ ৪ ইনিংসে ৩টি ওডিআই সেঞ্চুরি করেছেন কোহলি এবং তিনি বিশ্বকাপের বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন। কোহলি ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশ সফরে ওডিআই সেঞ্চুরি করে তাঁর ৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন এবং তারপর থেকে তিনি আর পিছনে ফিরে তাকাননি।

তাঁর ৪৬তম ওডিআই সেঞ্চুরি করার পথে মোট ১৩টি বাউন্ডারি এবং ৮টি ছক্কা মেরেছিলেন। সিরিজ সেরার পুরস্কার নিয়ে কোহলি বলছেন, “আমার যে উদ্দেশ্য তারই বাই-প্রোডাক্ট এটি। মনোভাবটি হল দলকে সাহায্য করা এবংযতটা সম্ভব শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়া। বিরতি থেকে ফিরে আসার পরে আমি ভালো অনুভব করছি এবং মাইলফলকে পৌঁছনোর জন্য কোনো মরিয়াভাব নেই।”  

দলের বোলিং পারফর্ম্যান্সের প্রশংসা করার পাশাপাশি রবিবারের ইনিংস প্রসঙ্গে তিনি আরও বলেছেন, “আজ ব্যাটিং করার সময় খুশি ছিলাম এবং সেই অবস্থায় থাকলে আমি ব্যাটিং উপভোগ করি। শামি আমাদের হয়ে সব সময়ই নতুন বলে ভালো করে। কিন্তু সিরাজ নতুন বলে যা করছে তা অনবদ্য। সে পাওয়ারপ্লেতে উইকেট নেয়, যা নিয়ে অতীতে আমরা সমস্যায় পড়ছিলাম। বিশ্বকাপের আগে এটা একটা ভালো লক্ষণ।”