ভারতের বিরুদ্ধে সিরিজের আগে ক্লান্তি ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথাই ডেভিড ওয়ার্নারের মুখে

David Warner
David Warner. (Photo by Robert Cianflone/Getty Images)

একটানা ম্যাচ খেলেই চলেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ঘরের মাঠে একদিন, টি টোয়েন্টি ম্যাচ থেকে টেস্ট সিরিজ। সেইসঙ্গে রয়েছে তাদের বিগব্যাশ লিগ। আর তাতই ক্লান্তির পাশে তিনি যে বিধ্বস্ত হয়ে গিয়েছেন তা বলতে কোনও দ্বিধা নেই ডেভিড ওয়ার্নারার। ভারতের বিরুদ্ধে দুরুত্বপূর্ণ বর্ডারক গাভাসকর ট্রফির আগে ক্লান্তি নিয়েই যেন চিন্তায় রয়েছেন ডেভিড ওয়ার্নার। আগামী ৯ ফেব্রুয়ারী টেস্ট সিরিজ শুরু হতে চেলছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে। তার আদে ডেভিড ওয়ার্নারার এমন মন্তব্য অস্ট্রেলিয়া শিবিরে চাপ বাড়ানোর জন্য যথেষ্ট।

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ সুরু হওয়ার আগে বিশ্রামের জন্য মাত্র এক সপ্তাহই সময় পাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এরইমাঝে আবার রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ড সেরিমনিও। ক্লান্তি দূর করতে এখন একটা রাতও নষ্ট করতে চাননা তিনি। সেজন্য যদি ক্রিকেট অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ড সেরিমনিতেও তাঁকে না যেতে হয়, তাতেও কোনও সমস্যা নেই এই তারকা ওপেনারের। শুধু মাঠের খেলাই নয়, মাঠের বাইরের পরিস্থিতি নিয়েও যে ডেভিড ওয়ার্নার বিধ্বস্ত হয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দ্বিশতরান পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার

গতবছরের শেষ থেকেই ঠাসা ক্রীড়াসূচী রয়েছে অস্ট্রেলিয়ার। গতবছর থেকেই একটনা ম্যাচ খেলে চলেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে জিম্বাবোয়ে, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রতিটি ম্যাচেই খেলেছেন তিনি.। এরপরই আবার ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেও অজি শিবিরে ছিলেন এই তারকা ক্রিকেটার। এরপরই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। সেইসঙ্গে মাঠের বাইরে তাঁর নেতৃত্বের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠা নিয়েও জোর আলোচনা চলছিল সেই মুহূর্তে। সব মিলিয়েই নিজের ক্লান্তির কথা আর লোকাতে পারেননি ডেভিড ওয়ার্নার। এখন এক একটা রাতই তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রসঙ্গে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, “এটা সত্যিই খুব চ্যালেঞ্জিং আমার কাছে। এই মুহূর্তে আমি যেমন ক্লান্ত তেমনই বিধ্বস্তও। এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহী লিগ খেলতে গিয়েছেন। তারা ক্রিকেট অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড সেরিমনিতে যেতে পারবেন না। আমার মতেও সেই একটা রাত ঘরে থাকতে পারলে আমার কাছে অত্যন্ত সাহায্যের হবে। কিন্তু যা হবার তা তো হবেই”।

এই মুহূর্তে বিবিএলে খেলছেন ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন ই তারকা ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার যে অজি শিবিরের অন্যতম প্রধান অস্ত্র তা বলাই বাহুল্য।