ইশান কিষান নন, ডাব্লুউটিসির ফাইনালে কেএস ভরত খেলার সুযোগ পাবেন বলে মনে করছেন দীনেশ কার্তিক

Dinesh Karthik and KS Bharat. (Photo Source: Twitter)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুউটিসি) ফাইনালে বর্তমানে টেস্ট র‌্যাঙ্কিংয়ে থাকা এক নম্বর দল ভারত এবং দুই নম্বর দল অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে। ভারত প্ৰথম একাদশে উইকেটরক্ষক হিসেবে কাকে সুযোগ দেবে সেটা নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না। ২০২২ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন ঋষভ পন্থ। সেই দুর্ঘটনায় চোট পাওয়ার কারণে তিনি বর্তমানে উপলব্ধ নেই। অন্যদিকে, কেএল রাহুল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান। সে কারণে তিনিও ডাব্লুউটিসির ফাইনালে খেলতে পারবেন না। তিনি উপলব্ধ থাকলে তাকে দিয়ে উইকেটকিপিং করানোর কথা ভাবতে পারত ভারতীয় দল।

Advertisement
Advertisement

কেএল রাহুল ডাব্লুউটিসির ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ইশান কিষানকে তার পরিবর্ত খেলোয়াড় হিসেবে বেছে নেয় ভারত। অনেকে মনে করেছিলেন যে ঋদ্ধিমান সাহা সুযোগ পাবেন, কিন্তু শেষমেশ তা হয়নি। ডাব্লুউটিসির ফাইনালের জন্য ভারতীয় দলে দুজন উইকেটরক্ষক রয়েছেন, একজন হলেন কেএস ভরত এবং অপরজন হলেন ইশান কিষান।

অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করছেন যে ইশান কিষানকে না খেলিয়ে কেএস ভরতকেই প্ৰথম পছন্দ হিসেবে বেছে নেবে ভারতীয় দল। ইশান কিষান আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত একটিও টেস্ট ম্যাচ খেলেননি। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার অভিষেক হলে সেটি একটু বেশিই আশ্চর্যজনক হবে বলে মনে করছেন কার্তিক।

দ্য আইসিসি রিভিউতে দীনেশ কার্তিক বলেন, “আমি মনে করি ভরত একজন সহজ সরল পছন্দ হবেন কারণ ইশান কিষানকে তার অভিষেক এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সরাসরি একটি টেস্ট ম্যাচ খেলানোটা একটু বেশিই আশ্চর্যজনক হবে।”

৭ই জুন থেকে ডাব্লুউটিসির ফাইনাল ম্যাচ শুরু হবে

৭ই জুন থেকে লন্ডনের দ্য ওভালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ডাব্লুউটিসির ফাইনাল ম্যাচটি শুরু হবে। ভারত এই নিয়ে টানা দুইবার ডাব্লুউটিসির ফাইনালে খেলবে। ভারত শেষ ১০ বছরে একটিও আইসিসি ট্রফি জিততে পারেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি জিতে ট্রফির এই খরা অবশ্যই কাটিয়ে উঠতে চাইবে ভারতীয় দল।

এই বছরেই অস্ট্রেলিয়াকে নিজেদের ঘরের মাঠে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই ঘটনারই পুনরাবৃত্তি করতে চাইবে ভারতীয় দল।