“প্রথম বল থেকেই আক্রমণ করতে যায়” – স্যামসনের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করলেন গাভাস্কার

সাত বছর আগে অভিষেক হলেও ভারতের হয়ে নিয়মিত হতে পারেননি স্যামসন

Sanju Samson
Sanju Samson. (Photo Source: IPL/BCCI)

উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন ভারতীয় সাদা বলের দলে কেন নিজের জায়গা নিশ্চিত করতে পারছেন না সেই নিয়ে আলোচনা করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। স্যামসন দীর্ঘদিন ধরে জাতীয় দলের চারপাশে রয়েছেন, কিন্তু ধারাবাহিকভাবে স্কোয়াডে জায়গা পেতে ব্যর্থ হয়েছেন।

রাজস্থান রয়্যালস (আরআর)-এর সাথে ২৭ বছর বয়সী এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মরসুমটি দুর্দান্ত কাটিয়েছেন এবং ৪৫৮ রান করে দলকে ফাইনালে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে, তিনি তাঁর ভালো শুরুগুলিকে বড় স্কোরে রূপান্তর করতে ব্যর্থ হয়েছেন।

সঞ্জু স্যামসনের শট নির্বাচন নিয়ে অখুশি গাভাস্কার

স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে, গাভাস্কার ব্যাখ্যা করেছেন যে স্যামসন যেহেতু মাঝে মাঝে অতি-আক্রমণের চেষ্টা করেন, তাই তিনি তাঁর উইকেট হারান। ৭২ বছর বয়সী বলেছেন, “প্রত্যেকেই আরও বেশি সুযোগের যোগ্য কিন্তু আপনাকে সেই সুযোগের সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে। আমরা সবাই জানি যে তার অসাধারণ ক্ষমতা রয়েছে কিন্তু যা সঞ্জু স্যামসনের পতন ডেকে এনেছে তা হল ভারতের হয়ে খেলার সময় তার শট নির্বাচন।”

তিনি যুক্ত করেছেন, “সে প্রথম বল থেকেই আক্রমণ করতে যায়। এমনকি টি-টোয়েন্টিতেও, সেট হওয়ার, চোখ সইয়ে নেওয়ার সুযোগ রয়েছে আলো এবং পিচ ইত্যাদির সাথে।”

২০১৫ সালে অভিষেক হওয়া সত্ত্বেও স্যামসন ভারতের হয়ে মাত্র একটি ওডিআই এবং ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন৷ টপ অর্ডার ব্যাটারের কাছে এখন তাঁর জায়গার জন্য একটি শক্তিশালী দাবি করার সুযোগ রয়েছে কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলে তাঁকে রাখা হয়েছে৷

সুনীল গাভাস্কার মনে করেন যদি ২৭ বছর বয়সী এই যুবক শুরুতে নিজেকে একটু সময় দিতে পারেন এবং আরও ভালো শট খেলতে পারেন, তাহলে তিনি ভারতীয় দলে তাঁর জায়গা নিশ্চিত করতে পারেন। গাভাস্কার বলেছেন, “তাই, হ্যাঁ, যদি তার শট নির্বাচন আরও ভালো হয় তাহলে সে ভারতের হয়েই হোক বা তার ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক বেশি ধারাবাহিক হবে। তা হলে দলে তার জায়গা নিয়ে কেউ প্রশ্ন করবে না।”

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক),ঈশান কিষাণ, রুতুরাজ গায়কওয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যুজকেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আভেশ খান, অর্শদীপ সিং, উমরান মালিক।