মায়াঙ্কের ইনিংসের নেপথ্যে নাকি গাভাস্কারের টিপস! কিংবদন্তীর দাবি এমনই

মায়াঙ্ককে তাঁরই হোটেলে দেখতে পেয়ে স্বতোপ্রণোদিত হয়ে কিছু পরামর্শ দেন

Sunil Gavaskar. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

কিংবদন্তী ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার প্রকাশ করেছেন যে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বাই টেস্টের আগে ভারতীয় ওপেনিং ব্যাটার মায়াঙ্ক আগরওয়ালকে সাহায্য করার জন্য কিছু টিপস দিয়েছিলেন।   

Advertisement
Advertisement

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে ভারতীয় দলের তারকা পারফর্মার ছিলেন মায়াঙ্ক আগরওয়াল। অন্য প্রান্ত থেকে খুব বেশি সমর্থন না পেলেও তিনি নিজের ইনিংস অক্ষত রেখে প্রথম দিনের শেষে অবিশ্বাস্য ইনিংস খেলে ১২০ রানে অপরাজিত।   

সে আমার পরামর্শ চায়নি, আমিই বরং নিজের মতামত তার উপর চাপিয়ে দিয়েছি – সুনীল গাভাস্কার 

ভারতীয় ব্যাটিং কিংবদন্তী গাভাস্কার বলেছেন যে তিনি এবং মায়াঙ্ক একই হোটেলে থাকেন এবং তিনি মায়াঙ্ককে কিছু ব্যাটিং পরামর্শ দিয়েছিলেন। এছাড়াও, গাভাস্কার যোগ করেছেন যে প্রথম দিনে মায়াঙ্কের ব্যাটিং দেখে তাঁর মনে হয়েছে যে ভারতীয় উদ্বোধনী ব্যাটার তাঁর ব্যাটিংয়ের সময় গাভাস্কারের টিপস মেনে চলেছেন।

সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি বুঝিয়ে বলি। সে আমার পরামর্শ চায়নি, আমিই বরং নিজের মতামত তার উপর চাপিয়ে দিয়েছি। দেখুন, আমি ভারতীয় ক্রিকেটের প্রতি যত্নশীল। সে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সে একই হোটেলে অবস্থান করছিল, তাই আমি তাকে বলেছিলাম হয়তো তোমার অন্য কিছু করা উচিত।” 

“আমি জানি না সে চেষ্টা করছে কিনা। দেখে মনে হচ্ছে সে করছে। কিন্তু দেখুন, দিনের শেষে, আসল হল আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী এবং সে দেখিয়েছে যে সে মানসিকভাবে খুব শক্তিশালী,” গাভাস্কার মন্তব্য করেছে। 

৩০ বছর বয়সী মায়াঙ্ককে তাঁর শৃঙ্খলার জন্য গাভাস্কার প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে সবাই বীরেন্দ্র সেহওয়াগ হতে পারে না যে দলকে আক্রমণাত্মক শুরু দিতে পারে তাই শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, “পাঁচ দিনের খেলার শুরুতে সে প্রশংসনীয় শৃঙ্খলা দেখিয়েছে। সবাই বীরেন্দ্র সেহওয়াগ হতে পারে না, যে ধুমধারাক্কা শুরু করতে পারে। তবে ইনিংসের শুরুতে অফ-স্টাম্পের বাইরে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ।”   

মায়াঙ্ককে কিউয়ি স্পিনারদের বিরুদ্ধে দেখেশুনে ঝুঁকি নিতে দেখে গাভাস্কার তাঁর প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন মায়াঙ্ক তাঁর শটগুলি খুব ভালোভাবে খেলেছেন। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “লাইন ধরে না খেলে ইনকামিং বলে আউট হয়ে যায়। তাই সে দেখে খেলেছে। সে শুরুতে সোজা ব্যাটে খেলেছে এবং পরে যখন স্পিনাররা আসে, তখন ঝুঁকি নিয়ে ইনসাইড আউট খেলে। দুর্দান্তভাবে শটগুলি খেলে।”