রেকর্ডের দোরগোড়ায় হর্ষল প্যাটেল

Harshal Patel. (Photo Source: IPL/BCCI)

আর মাত্র ৩ উইকেট। তাহলেই আইপিএলের ইতিহাসে এক নয়া নজির গড়তে পরাবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম পেস ভরসা হর্ষল প্যাটেল। হ্যাঁ, এখনও পর্যন্ত ভারতীয় দলের ডাক পড়েনি, কিন্তু আনক্যাপড অবস্থায় থেকে এক অনন্য নজিরের সামনে ভারতের এই তরুণ বোলার।

Advertisement
Advertisement

এখনও পর্যন্ত একটি সিজিনে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় নাম রয়েছে ডোয়ান ব্র্যাভোর। সেই সংখ্যা ৩২। আর প্লে অফ ম্যাচ খেলার আগে পর্যন্ত হর্ষলের উইকেটের সংখ্যা ৩০, তাই এই নয়া নজির গড়তে মাত্র ৩ উইকেটের প্রয়োজন। অবশ্য ইতিমধ্যেই গত বুধবার বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে আইপিএলের এক অনন্য নজির গড়েছিলেন হর্ষল। ২৯ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে কোনও এক আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যান। হর্ষল সেদিন নির্ধারিত কোটার চার ওভার বল করে ৩৩ রান খরচ করে তিন উইকেট তুলে নিয়েছেন।

এর আগে আইপিএলে ভারতীয় বোলারদের মধ্যে এক আসরে সর্বাধিক উইকেট ছিল বুমরার। গত মরসুমেই তিনি ২৭টি উইকেট নিয়ে নজির গড়েছিলেন। ২০১৭ সালে ভারতীয়দের মধ্যে এই রেকর্ড করেছিলেন ভুবনেশ্বর কুমার। ২৬টি উইকেট নিয়েছিলেন তিনি।

অন্যদিকে, রীতিমতো কড়া টক্কর হতে চলেছে এলিমিনেটরের এই ম্যাচ। কলকাতার তিন প্রতিপক্ষ এই মুহূর্তে শারজার পিচ, রাসেলের ফিটনেস এবং বিপক্ষের অধিনায়ক বিরাট কোহলি। তিনি যতই রানের মধ্যে না থাকুক তাঁর নাম যেহেতু বিরাট কোহলি, তাই যে কোনও মুহূর্তে জ্বলে ওঠার ক্ষমতা তাঁর রয়েছে। আর কে না জানে বড় প্লেয়ার বড় মঞ্চতেই কামব্যাক করতে ভালবাসেন। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে লিগ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফলাফল ১-১। কিন্তু লিগ আর প্লে অফ সম্পূর্ণ ভিন্ন মাইন্ড গেমের খেলা। তাই শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।