ডব্লুপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরই মুম্বইয়ের কৌশল ফাঁস করলেন হরমনপ্রীত কৌর

Harmanpreet Kaur
Harmanpreet Kaur. (Photo Source: Twitter)

অভিষেকেই চ্যাম্পিয়ন। গত রবিবার ডব্লুপিএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছে মুম্বই ইন্ডিয়ান্স মহিলা বাহিনী। ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স মহিলা বাহিনী। সেখানেই দিল্লিকে উড়িয়ে প্রথম ডব্লুপিএল জিতে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স বাহিনী। দিল্লিকে হারানোর পরই এক নতুন স্বপ্নপূরণের স্বাদ পেয়েছেন হরমনপ্রীত কৌররা। এবারের গোটা প্রতিযোগিতাতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তারা। চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের সাফল্যর পথ নিয়েই এবার মুখ খুলেছেন হরমনপ্রীত কৌর। গোটা প্রতিযোগিতায় কী ছিল মুম্বই ইন্ডিয়ান্সের পরিকল্পনা সবকিছুই প্রকাশ্য এনেছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।

এবারের ডব্লুপিএলে দুরন্ত পারফর্ম্যান্স দেখি্য়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতার শুরু থেকেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। লিগ পর্যায়ে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচই হেরেছে এবার মুম্বই ইন্ডিয়ান্স মহিলা বাহিনী। আর সেই কারণেই শেষ মুহূর্তে লিগ পর্বের শীর্ষস্থান হারাতে হয়েছিল মুম্হই ইন্ডিয়ান্সের মহিলা বাহিনীকে। যদিও ফাইনালে পৌঁছতে তাদের খুব একটা বেশী অসুবিধা হয়নি। ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই তাদের প্রতিপক্ষ ছিলস দিল্লি ক্যাপিটালস।

ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সাত উইকেটে জিতেছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স

ফাইনালের মঞ্চে শুরু থেকেই দুরন্ত মেজাজে চিলেন হ্যালি ম্যাথুজ, ন্যাট সাইভার ব্রান্টরা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফাইনালে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স বাহিনী। সেইসঙ্গেই প্রথম ডব্লুপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন হরমনপ্রীত কৌররা। এবারের গোটা ডব্লুপিএলে তাদের সাফল্যের পিছনে প্রধান রহস্য কী ছিল তা নিয়েই মুখ খুললেন খোদ হরমনপ্রীত কৌর।

ডব্লুপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর হরমনপ্রীত কৌর জানিযেছেন, “প্রতিযোগিতার শুরু থেকেই এবারের ডব্লুপিএলের প্রতিটা মুহূর্ত জেতার কথাই চিল আমাদের মুখে। আমরা ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে বিশেষ ভাবতাম না, বরং প্রতিযোগিতার প্রতিটা মুহূর্ত জয় নিয়েই আমরা  সবসময় ভাবতাম। আমােদের ভাবনা ছিল যে যদি আমরা মুহূর্তগুলো জিততে পারি, তবে ডব্লুপিএল ট্রফিটা এমনিতেই চলে আসবে আমাদের হাতে। চ্যাম্পিয়ন হওয়ার পর ব্যক্তিগতভাবেও আমি অত্যন্ত খুশি। আমি এমন একটা সময়ের জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম। কোনদিন অধিনায়ক হিসাবে জিততে পারব আমি। এটা মহিলাদের ক্রিকেটের জন্যও অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়”।

এবারের ডব্লুপিএলের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ফর্মে চিলেন হরমনপ্রীত কৌর। বিভিন্ন কঠিন পরিস্থিতিতেই মুম্বই ইন্ডিয়ান্সের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। মুম্বইয়ের মহিলা বাহিনীর জয়ের অন্যতম প্রধান কারিগড়ও তিনিই। ডব্লুপিএলে জয়ের ঘোরেই এখন রয়েছেন হরমনপ্রীত কৌর।