পাকিস্তানের কাছে হারের জন্য মিডল অর্ডারকেই দুষছেন হরমনপ্রীত কৌর

Harmanpreet Kaur
Harmanpreet Kaur. (Photo Source: Twitter)

ছয় বছরে প্রথমবার টি টোয়েন্টি ফর্ম্যাটে পাকিস্তানের কাছে হারতে হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। বাংলাদেশ বসেছে মহিলাদের এশিয়া কাপের মঞ্চ। সেখানেই শুক্রবার পাকিসতান মহিলা ক্রিকেট দলের মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্স দেখালেও, ব্যাটিংয়ে এদিন চূড়ান্ত ব্যর্থ হয়েছে ভারতীয় দল। ম্যাচ শেষে সেই কথাই মেনে নলেন ভারতীয় মহিলা দলের কোচ হরমনপ্রীত কৌরও। তাঁর মতে মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতা এবং নতুনদের সুযোগ করে দেএয়ার খেসারতই নাকি এই হারের প্রধান কারণ।

পরের বছরই রয়েছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। সেই মঞ্চের লক্ষ্যে দল গঠনের জনব্যই নতুনদের যতটা সম্ভব বেশী ম্যাচে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন এশিয়া কাপের মঞ্চেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় মহিলা দ-লে ছিল তারুণ্যেরই আধিক্য। আর চির প্রতিদ্বন্দ্বীদের কাছে হারের অন্যতম প্রধান কারণও যে সেটাই, তা বলতে কোনওরকম দ্বিধা করলেন না ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।

পাকিস্তানের কাছে ১৩ রানে হেরে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল

এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। বল হাতে শুরু থেকেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। পাকিস্তানকে মাত্র ১৩৭ রানে শেষ করে দিয়ছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সামনে সহজ লক্ষ্য থাকলেও, ভারতীয় মহিলা দলের ব্যাটাররা কিন্তু সেই রান তুলতে এদিন সক্শম ছিলেন না। বিশেষ করে মডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতাই সবচেয়ে বেশী শোনা গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের মুখে।

ম্যাচ শেষে হরমনপ্রীত কৌর জানিয়েছিলেন, “আমার মনে হয় মিডল অর্ডারে আমরা আরও অন্যান্য কিছু ব্যাটারদের সুযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। আর এদিন তারই মূল্য চোকাতে হয়েছে আমাদের। আমাদের সামনে যে লক্ষ্যছিল তা তাড়া করার মতোই ছিল। কিন্তু আমরা মিডল ওভার গুলোতে সেভাবে স্ট্রাইক রোটেট করতে পারিনি। অবশ্যই আমার কাছেও এটাই গুরুত্বপূর্ণ যে যারা নতুন আসবে তারা যেন খেলরা সময়বেশি্ পায়”।

পাকিস্তানের বিরুদ্ধে এদিন ১২৪ রানেই সেষ হয়ে গিয়োছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। স্মৃতি মন্ধনা থেকে হরমনপ্রীত কৌররা, এদিন কেউই পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে বড় রান পাননি। যদিও কোনও ভারতীয় ব্যাটারই এদিন রান করতে পাপেননি। পাকিস্তানের কাছে হারের আকর্ষেপ এদিন হরমনপ্রীত কৌরের চোখে মুখে একেবারে স্পষ্ট। নিজেরহতাশা আর চেপে রাখতে পারেননি তিনি।