ভারতীয় মহিলা দল ফাইনালে পৌঁছতে পারলেই এশিয়ান গেমসে খেলতে পারবেন হরমনপ্রীত কৌর
আপডেট করা - Jul 28, 2023 7:04 pm
আগামী সেপ্টেম্বরই শুরু হতে চলেছে এবারের এশিয়ান গেমস। সেখানেই শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে। এবারের এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলও নামতে চলেছে। গতবছর কমনওয়েলথ গেমসে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে পৌঁছলেও শেষপর্যন্ত সোনার মেডেল গলায় তুলতে পারেননি তারা। এবার এশিয়ান গেমসে সেই সুযোগ রয়েছে বারতীয় মহিলা ব্রিগেডের সামনে। কিন্তু সেখানেই নামার আগেই অধিনায়ক হরমনপ্রীত কৌরকে নিয়ে চিন্তা বেড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের।
কয়েকজিন আগেই বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের শেষ ম্যাচে খারাপ আচরণের জন্য এই মুহূর্তে বিতর্কে জড়িয়েছেন হরমনপ্রীত কৌর। সেইসঙ্গে আম্পায়ারদের প্রকাশ্যে মন্তব্যএবং কটুক্তির জেরে শেষ আইসিসির শাস্তি নেমে এ,সেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের ওরপর। পাতত দুই ম্যাচ নির্বাসিত হয়েছেন তিনি। আর তাতেই চিন্তা বেড়েছে ভারতীয়মহিলা ক্রিকেট দলের। একমত্র বারত ফাইনালে পৌঁছলেও সেই ম্যাচে নামতে পারবেন তিনি। তাঁর জায়গায় আপাতত ভারতীয় মহিলা ক্রিকেটদলের নেতৃত্ব সামলাবেন স্মৃতি মন্ধনা।
আইসিসির তরফে হরমনপ্রীত কৌরকে ২ ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছে
এশিয়ান গেমসের ম়্চে ভারকতীয় পুরুষ দলের পাশাপাশি মহিলা ক্রিকেটদলও সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবেন। কিন্তু আইসিসির শাস্তির জেরে ভারকের হয়ে এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচেই নামতে পারবেন না হরমনপ্রীত কৌর। ভারতীয় দল যদি ফাইনালে পৌঁছতে পারে তবেই এশিয়ান গেমসে নামতে পারবেন হরমনপ্রীত কৌর। এইউ ঘটনা যে ভারতীয় মহিলা ক্রিকেটের শিবিরে চিন্তা ক্রমসই বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশ মহি্লা ক্রিকেট দলের বিরুদ্ধে শেষ ম্যাচে আউটহ ওয়ার পরই মাঠে খারাপ আচরণ করেছিলেন হরমনপ্রীত কৌর। মেজাজ হারিয়ে উইকেটে ব্যাট দিয়ে ধাক্কা মেরেছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলে হরমনপ্রীত কৌর। সময় যত এগিয়েছিল ততই পরিস্থিতি জটিল হতে শুরু করেছিল। ম্যাচ শেষ হওয়ার পর তো পুরষ্কার বিতরণী মঞ্চেই সরাসরি আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেচিলেন হরমনপ্রীত কৌর। এমন কী মন্যাচ শেষে ফটোসেশনের সময়ও বাংলাদেশ মহিলা ক্রিকেটের উদ্দেশ্যে নানান কটুক্তি করেছিলেন হরমনপ্রীত কৌর। যার ফলে ফটোসেশনেরপ স,ময়ই মাঠ থেড়ে বেড়িয়ে গিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
এরপরই শাস্তি হয়েছে হরমনপ্রীত কৌরের। ইতিমধ্যেই তাঁর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রজার বিনি ও এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণও। ভারত এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছতে পারে কিনা সেটাই এখন দেখার।