টি টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়ার ব্যাটিং চিন্তায় রাখবে ভারতীয় দলকে, মনে করছেন ওয়াসিম জাফর

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: Fan Code)

আগামী বছর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে হার্দিক পান্ডিয়ার  ব্যাটিং পারফরম্যান্স ভারতীয় দলের কাছে অন্যতম প্রধান চিন্তার কারণ হতে পারে বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি টোেয়েন্টি ম্যাচেনেমেছিল টিম ইন্ডিয়া। সেখানে ক্যারিবিয়ান ব্রিগেডের কাছে ৮ উইকেটে হেরে গিয়েছিল ভারতীয় দল।এই সিরিজেই ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু গোটা সিরিজে একেবারেই ভাল পারফরম্যাম্স দেখাতে পারেননি তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটো ওডিআই ম্যাচ ও টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলেরক নেতৃত্বের ভর উঠেছিল হার্দিক পান্ডিয়ার ওপর। কিন্তু ভারতীয় দলের হয়ে প্রতিটি ক্ষেত্রেই ব্যাট হাতে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। এমনকী টি টোয়েন্টি সিরিজেও চূড়ান্ত ব্যর্থ হয়েছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারের এমন পারফরম্যান্স যে টিম ম্যানেজমেন্টের কাছে অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ৭৭ রান করতে পেরেছেন হার্দিক পান্ডিয়া

রবিবারই শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত  টি টোয়েন্টি সিরিজ। সেখানেই ওয়েস্ট ইন্ডিজের কাছে বিস্রী হার হয়েছে ভারতীয় দলের। পাঁচ ম্যাচের সিরিজে একটিতেও বড় রান করতে পারেননি হার্দিক পান্ডিয়া।  গোটাসিরিজ মাক্র ৭৭ রান পেয়েছেন ভারতীয় দলের েই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১১০। এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে ৯৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন হার্দিক পান্ডিয়া। সেখানে তাঁর ৭৩ ইনিংসে রান রয়েছ ১৩৬২ এবং স্ট্রাইকরেট রয়েছে ১৩৯.৮৩। এই পরিসংখ্যান যে চিন্তা ক্রমশই বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে ওয়াসিম জাফর মনে করছেন, “অবশ্যই এই জায়গাটা নিয়ে খানিকটা চিন্তা রয়েছে। দেখাই যাচ্ছে যে এই সিরিজে হার্দিক পান্ডিয়া কেমনভাবে ব্যাটিং করছেন। সেটা কিন্তু একটা বড়সড় চিন্তার জায়গা। সবসময়ই তিনি যেমন ধীর গতিতে শুরু করছেন না তেমনই শেষটাও তেমন শক্তিশালী ভাবে করতে পারছেন না। এই সিরিজ চলাকালীনই আমরা তেমনটা দেখতে পাচ্ছি। যে মুহূর্তে তিনি আসছেন সেই সময় মোমেন্টাম যেমন ধীর হয়ে যাচ্ছে তেমনই স্ট্রাইকরেটও অনেকটাই কমে যাচ্ছে। সেইসঙ্গে উল্টো দিকে থাকা ক্রিকেটারদের ওপর চাপ তৈরি হয়ে যাচ্ছে”।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজেও ভারতীয় দলের হয়ে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকে। যদিও বোর্ডের তরফে এখনই সেভাবে চূড়ান্ত করে কিছু জানানো হয়নি। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।