টেস্টে হার্দিকের প্রত্যাবর্তনের প্রত্যাশা সৌরভের

২০১৮-তে শেষবার টেস্ট ক্রিকেট খেলেছিলেন হার্দিক

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by Harry Trump – ICC/ICC via Getty Images)

প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন যে হার্দিক পান্ডিয়ার টেস্ট ক্রিকেটে ফিরে আসা উচিৎ। চোটের কারণে দীর্ঘ বিরতির পরে তারকা অলরাউন্ডার ভারতের হয়ে সাদা বলের ফর্ম্যাটে ফিরলেও টেস্ট স্কোয়াড থেকে অনেকটাই দূরে রয়েছেন। তাঁর ফিটনেসের কারণে নির্বাচকরা টেস্ট দলে হার্দিককে খেলানোর ঝুঁকি নিতে চায়ছেন না।

সৌরভের মতে হার্দিক টেস্ট ক্রিকেটে দলের সম্পদ হয়ে উঠতে পারবেন। ৫০ বছর বয়সী এও বলেছেন যে হার্দিক ওডিআই ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে একজন বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। তবে তিনি মনে করেন যে টেস্ট ক্রিকেটে ফিরে এসে ভালো পারফর্ম করলে ক্রিকেটার হিসেবে হার্দিকের মান আরও বাড়বে।

“হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টিতে এখনই বিশেষজ্ঞ। তবে আমি এখনও অনুভব করি যে টেস্ট ক্রিকেটেও সে একটি সম্পদ এবং তার টেস্ট ক্রিকেটে ফিরে আসা উচিৎ কারণ এর জন্যই তাঁকে মনে রাখা হবে। সে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে একজন বিশেষজ্ঞ। সে একজন খুব বড় ক্রিকেটার,” টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন সৌরভ।

পান্ডিয়া ২০১৮-তে শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন, তখন ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। তারপরে তিনি চোট পেয়েছিলেন যা তাঁর বোলিং ক্ষমতাকে প্রভাবিত করেছিল। যেহেতু অলরাউন্ডার হিসেবে সীমিত অবদান রাখছিলেন, তাই তাঁকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল।

২৯ বছর বয়সী অলরাউন্ডার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভয়াবহ অভিযানের পরে দীর্ঘ বিরতি নিয়েছিলেন। এরপর তিনি খেলায় ফিরে আসেন এবং ২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাত টাইটান্সের প্রথম মরসুমেই অধিনায়ক নির্বাচিত হয়ে শিরোপা জিতিয়েছিলেন। ফাইনালে জিটি সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে পরাজিত করেছিল।

আমি মনে করি খেলাধুলায় ছন্দ খুবই গুরুত্বপূর্ণ: সৌরভ গাঙ্গুলী

প্রিন্স অফ ক্যালকাটা নামে পরিচিত বাঁ-হাতি ব্যাটার মনে করিয়ে দিয়েছেন যে ভালো খেলোয়াড়রা সব ফর্ম্যাটেই খেলতে পারেন। তিনি আরও বলেছেন যে খেলাধুলায় ছন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৌরভ মনে করেন যে নির্বাচকদের তিন ফর্ম্যাটের জন্য একটি নির্দিষ্ট গোষ্ঠীর খেলোয়াড় রাখা উচিৎ।

“ভালো খেলোয়াড়েরা সব ফর্ম্যাটেই মানিয়ে নেয়। ভারতের এত প্রতিভা আছে যে এমন কিছু খেলোয়াড় থাকবে যারা সব ফর্ম্যাটেই খেলতে পারবে। এমনটাই হওয়া উচিৎ। কারণ আমি মনে করি খেলাধুলায় ছন্দ খুবই গুরুত্বপূর্ণ,” সৌরভ আরও বলেছেন।