বিরাট কোহলি ও রোহিত শর্মাকে টি২০ বিশ্বকাপে দেখতে চান হরভজন সিং

Virat Kohli and Rohit Sharma
Virat Kohli and Rohit Sharma. (Photo Source: Kai Schwoerer/Getty Images)

আগামী বছর রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দলের জার্সিতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা যাবে কিনা তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে রয়েছে। নানান কথা বার্তাই শোনাযাচ্ছে এই দুই ক্রিকেটারের টি টোয়েন্টি ভবিষ্যত্ নিয়ে।  কিন্তু প্রাক্তন ক্রিকেটারদের একাংশ এই দুই ক্রিকেটারকে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখতে চাইছে। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুজন ক্রিকেটারকেই দেখতে চান প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তাদের এখনও প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন তিনি।

অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় দলের টি টোয়েন্টি দলে ছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আর এমনটা দেখার পর থেকেই যে জল্পনাটা বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপেও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়া নাকি নামার পরিকল্পনা রয়েছে। যদিও বোর্ডের তরফে এখনও স্পষ্টভাবে সেভাবে কিছু জানানো হয়নি। তবে হরভজন সিং চাইছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলুন।

এবারের ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন বিরাট কোহলি

এই প্রসঙ্গে হরভজন সিং জানিয়েছেন, “আমার মনে হয় রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দুজনেরই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে থাকা উচিত্। আমার মনে হয় তখনই একটা ভাল কম্বিনেশন সম্ভব যখন দলে তরুণ ক্রিকেটারদের সঙ্গে সিনিয়র ক্রিকেটাররাও থাকবেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে এখনও অনেক কিছু রয়েছে। সেজন্যই তাদের দলে থাকা উচিত্”।

ঘরের মাঠে এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই। এই তারকা ক্রিকেটারই বিশব্কাপের মঞ্চে ভারতের হয়ে সর্বোচ্চ রান পেয়েছিলেন। বিশ্বকাপের পরই অবশ্য এই দুই তারকা ক্রিকেটারকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচক কমিটি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি টোয়েন্টি ও ওডিআই সিরিজে তাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত তারা পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। কয়েকদিন আগেই ষষ্ঠ বিবার বার্ষিকী পালন করেছেন বিরাট কোহলি। মেয়ের জন্মদিন উদযাপন করেছেন রোহিত  শর্মা।

সচিন তেন্ডুলকরের সেঞ্চুরীর রেকর্ড ভেঙেছিলেন বিরাট কোহলি। ওডিআই ফর্ম্যাটে ৫০টি সেঞ্চুরী করেছিলেন তিনি। এছাড়া বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মাও ছিলেনব বিধ্বংসী মেজাজে। তাঁর হাত থেকেই এসেঠিল একের পর এক সেরা ইনিংস।