বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই সূর্যকুমার যাদবকে খেলানোর পরামর্শ হরভজন সিংয়ের

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: Twitter)

এশিয়া কাপের মঞ্চে তিনি না পারলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। পরপর দুই ম্যাচেই সূর্যকুমার যাদবের ব্যাটে বড় রানের ঝলক দেখা গিয়েছে। সেখানেই সূর্যকুমারক যাদবকে নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে আসন্ন বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ভারতীয় দলের হয়ে সূর্যকুমার যাদবকে খেলানোর পরামর্শ দিয়েছেন হরভজন সিং। তাঁর পারফরম্যান্স দেখেই এমন পরামর্শ দিচ্ছেন হরভজন সিং। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুড়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে এই সিরিজই যে সূর্যকুমার যাদবের সামনে সবচেয়েবড় পরীক্ষা ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেখানে প্রথম দুই ম্যাচে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স যে তাঁকে অবেকটাই এগিয়ে দিয়েছে তা বেশ স্পষ্ট। সেই থেকেই সূর্যকুমার যাদবকে নিয়ে প্রশংসার সুর শোনাযাচ্ছে প্রাক্তন তেকে বিশেষজ্ঞদের মুখে। এবার সূর্যকুমার যাদবকে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৭২ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব

তাঁর মতে আসন্ন বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই সূর্যকুমার যাদবকে ভারতীয় দলের প্রথম একাদশে রাখা উচিত্। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স দেখার পর থেকেই এমন মন্তব্য করছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে শুভমন গিল ও শ্রেয়স আইয়ার দই ক্রিকেটারই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন। সেখানে সূর্যকুমার যাদবের ব্যাট থেকেও দেখা গিয়েছিল বিরাট রানের ঝড়। ৩৭ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। শেষ মুহূর্তে তাঁর হাত ধরেই ভারতীয় দলের রান ৩৯৯ রানে পৌঁছেছিল। এরপর থেকেই সূর্যকে নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছ হরভজন সিংয়ের।

তিনি জানিয়েছেন, “সূর্যকুমার যাদব ভারতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচেই খেলা উচিত্। কার জায়গায় তাঁকে খেলানো হবে তা আমি জানি না কিছু। তবে একটাই জিনিস জানি যে দলের একেবারে প্রথমেই তাঁর নামটা নেওয়া উচিত্। তাঁরপরই অন্যান্য ক্রিকেটারদের বেছে নেওয়া উচিত্”।

বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। এইঅ ম্যাচেও যে  সূর্যকুমার যাদব ভারতের প্রথম একাদশে থাকতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।