চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাক্সওয়েলের সামনে কঠিন চ্যালেঞ্জ, মত হরভজন সিংয়ের

Glenn Maxwell & Faf Duplessis. ( Image Source: IPL/BCCI )

আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল।  প্রথম ম্যাচেই গতবারের চেন্নাই সুপার কিংস নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। প্রথম ম্যাচেই যে লড়াইটা হাড্ডহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কোন দলের মুখে জয়ের হাসি ফুটবে তা তো সময়ই বলবে। তবে গ্লেন ম্যাক্সওয়েলের যে চেন্নাইয়ের বিরুদ্ধে বড় রান কররার পথে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা নিয়ে কোনও দ্বিধা নেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের। চেন্নাইয়ের মাটিতে রবীন্দ্র জাদেজার সামনেই বড়সড় চ্যালেঞ্জের মুখে ম্যাক্সওয়েল পড়বেন বলে মনে করছেন হরভজন সিং।

Advertisement
Advertisement

গতবছরের বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের মঞ্চে ২০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাক্সওয়েল যে এই ইপিএলের মঞ্চেও নিজের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তা বলাই বাহুল্য। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তাঁর মতে রবীন্দ্র জাদেজার মতো বোলারের বিরুদ্ধে বেশ বেকায়দাতেই পড়তে হবে গ্লেন ম্যাক্সওয়েলের। রয়্যাল চ্যালেঞ্জডার্স বেঙ্গালুরুর মিডল অর্ডারে অন্যতম ভরসা এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

২০২৩ সালের আইপিএলে ৪০০ রান করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল

তাঁর বড় শটের দক্ষতার কথা সকলেরই জানা রয়েছে। প্রথম ম্যাচ থেকেই যে তিনি আক্রমণাত্মক খেলার চেষ্টা করবেন তা বলতে দ্বিধা নেই কারোর। কিন্তু চেন্নাই সুপার কিসের ঘরের মাঠে সেই কাজটা অত্যন্ত কঠিন হবে বলেই মনে করছেন হরজন সিং। বিশেষ করে সিএসকে শিবিরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। যার বিরুদ্ধে বারবারই সমস্যায় পড়তে দেখা গিয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। আইপিএলের মঞ্চেও গ্লেন ম্যাক্সওয়েলকে সবচেয়ে বেশীবার আউট করেছেন রবীন্দ্র জাদেজা।

হরভজন সিং জানিয়েছেন, “যেকোনও ক্রিকেটারের কাছেই এটা বড় কাজ যে ক্রিজে গিয়েই ছয়ের শট খেলা। সেখানে সিঙ্গলস এবং ডাবলস খেলার জন্য সময় দিতে হবে। বড় শট খেলার আগে যে অন্তত দশ বল না খেলা হয়, তবে আমার মনে হয় তিনি নিজেকে অনেক বড় বিপদে ফেলে দেবেন। যেকোনও মুহূর্তেই তিনি আউট হয়ে যেতে পারেন। সেই কারণেই আমারপ মনে এই ধরণের উইকেটে জাদেজা ম্যাক্সওয়েলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন”।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে গ্লেন ম্যাক্সওয়েল ও রবীন্দ্র জাদেজা মুখোমুখি হয়েছেন ১১ বার। সেখানে ৬ বারই ম্যাক্সওয়েলকে সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। জাদেজার বিরুদ্ধে ৫১ বল খেলে মাত্র ৭০ রানই করতে পেরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষপর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েল সাফল্য পান কিনা সেটাই দেখার।