“রশিদ খানের মতো একজনকে দলে পাওয়া গুজরাত টাইটান্সের কাছে ভাগ্যের ব্যপার” – হরভজন সিং
আপডেট করা - May 25, 2023 5:44 pm

গতবারের আইপিএলে ফাইনালে পৌঁছলেও এখনও পর্যন্ত সেই জায়গায় পৌঁছতে পারেনি গুজরাত টাইটান্স। প্লেঅফের প্রতম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরদ্দে নেমেছিল গুজরাত টাইটান্স। যদিও সেখনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিততে পারেনি তারা। শেষপর্যন্ত ৬ ুইকেটে সেই ম্যেচে হেরে গিয়েছিল গুজরাত টাইটান্স। যদিো ফািনালে পৌঁছনোর সুযোগ এখনও পর্যন্ত রয়েছে তাদের সামনে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতলেই ফাইনালের ছাড়পত্র পাবে গুজরাত টাইটান্স। সেই ম্যাচে নামার আগেই গুজরাত টাইটান্সের রশিদ খানকে নিয়ে আপ্লুত ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং।
তাঁর মতে রশিদ খানের মতো একটা ্,সাধারণ স্পিনারকে পাওয়াটা গুজরাত টাইটান্সের কাছে সত্যিই ভাগ্যের ব্যপার। গতবারের পর এবারের আইপিেলেও রশিদ খান নিজের পারফরম্যান্স প্রদর্সন করে চলেছেন। তাঁর স্পিনের জাদুর সামনে মাথা নত করতে বাধ্য হচ্ছেন তাবড় তাবড় তারকা ক্রিকেটাররা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও শেষ ম্যাচে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি রশিদ খান। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেটের মালিক এখন রশিদ খান
শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে গুজরাত টাইটান্স। সেই ম্যাচ জিততে পারলেই দ্বিতীয়বার আইপিএলের ফাইনালের ছাড়পত্র যোগার করে ফেলবে গুজরাত টাইটান্স। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। যদিও সেই ম্যাচেও যে গুজরাত টাইইটান্সের অন্যতম প্রধানম শক্তি হতে চলেছেন রশিদ খান তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে প্রস্তুতিও। এবারের আইপিএলে প্রতম হ্যাটট্রিক করার রেকর্ডও গড়েছেন রশিদ খান। সেই ধারা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও যে তিনি ধরে রাখতে পারবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই।
রশিদ খান প্রসঙ্গে হরভজন সিং জানিয়েছেন, “রশিদ খান সম্পূর্ণ আলাদা ঘরানার একজন ক্রিকেটার। তিনি যেমন উইকেট তুলে নেওয়ার দক্ষতা রাখেন, তেমনই রানও করতে জানেন রশিদ খান। হার্দিক পান্ডিয়া যখনই নেতৃত্ব দিতে পারেননা, সেই সময়ই গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে রশিদ খানকে। সেখানে নিখুঁতভাবেই সমস্ত কাজ করেন তিনি। গুজরাত টাইটান্স সত্যিই ভাগ্যবান যে তারা রশিদ খানের মতো একজন ক্রিকেটারকে তাদের দলে পেয়েছেন”।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটের মালিক রশিদ খান। আইপি্এলের শেষেই তাঁর মাথায় পার্পল ক্যাপ থাকলে তা অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও রশিদ খানের স্পিনের জাদু দেখা যায় কিনা সেটাই এখন দেখার।