রোহিত শর্মার সঙ্গে তাঁর পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বসিত ক্যামেরণ গ্রীণ

Cameron Green
Cameron Green. (Photo Source: BCCI/IPL)

আইপিএলের মঞ্চে এবার বিরাট দাে ক্যমেরণ গ্রীণকে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। াইপিএলের ম়্চে তাঁর আসা থেকেই আলোচনা ছিল তুঙ্গে। হবে নাই বা কেন, এবারের আইপিএলে সবচেয়ে বেশী দাম পেয়েছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। যদিও শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেননি ক্যামেরণ গ্রীণ। রবিবার আইপি্এলের অন্যতম গুরুত্বপূর্ম ম্যাচে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্লে্ফে নিজেদের জায়গা ধরে রাখতে হলে এই ম্যাচ জিতেতই হত মুম্বই ইন্ডি্য়ান্সকে। সেখানেই অবশেষে নিজের পারফরম্যান্স দেখালেন ক্যামেরণ গ্রীণ।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল এদিন মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই  তাঁকে নিয়ে চলা নানান ,সমালোচনার জবাবটা দিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রানের ঝড় তুলেছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁকে আটকানোর ক্ষমতা এদিন কারোর সামনেই চিল না। ঈশান কিষাণ সাজঘরে ফেরার পরই মাঠে এসেছিলেন অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার ক্যামেরকণ গ্রীণ। সুরু থেকেই এদি তাঁর ব্যাটে ছিল রানের ঝড়। সেখানেই কেরিয়ারের প্রথম সেঞ্চুরী পেলেন ক্যামেরণ গ্রাীণ

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪৭ বলে ১০০ রানের ইনিংস ক্যামেরণ গ্রীণের

একইসঙ্গে এদিন রোহিত শর্মার সঙ্গে সেঞ্চুরী রানের পার্টনারশিপও তৈরি করেছিলেন তিনি। আর তাতেই যে মম্বই ইন্ডিয়ান্সের জয়ের রাস্তা তৈরি হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মার  সঙ্গে সোেই পার্টনারসিপটা নিয়েই এদিন উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার ক্যামেরণ গ্রীণ। একইসঙ্গে এদিন ক্রিজে কেমনভাবে রোহিত শর্মার কাছ থেকে তিনি সাহায্য পেয়েছিলেন সেই কথাও জানিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। আইপিএলের মঞ্চে নিজের এই পারফরম্যান্স নিয়ে আপ্লুত এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

েই প্রসঙ্গেই ক্যামেরণ গ্রীণ জানিেয়েছেন, “রোহিত শর্মার সঙ্গে সেই পার্টনারসিপটা ছিল অসাধারণ। ক্রিজের অন্যদিকে রোহিত শর্মার নেতৃত্ব আমাকে অত্যন্ত সাহায্য করেছিল। এদিন আমাদের সেটআপ ছিল অসাধারণ। এখানে যথেষ্ট সাহায্যও পেয়েছিলাম আমি। অত দামে এখানে এলেও, তারজন্য কোনও অতিরিক্ত চাপ ছিল না আমার ওপর। এদিন টপ অর্ডারে খেলার ধরণা  ছিল একেবারে পরিস্কার। সেইসঙ্গে আমার পরেই চিলেন সূর্যকুমার যাদব”।

এদিন ক্যামেরণ গ্রীণের ব্যাটে ছিল শুধুই রানের জড়। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল চার ও ছয়ের বন্যা। সেখানেই শেষ ৪৭ বলে ১০০ রানের ইনিংস কেলেছিলেন ক্যামেরণ গ্রীণ। তাঁর সেই গোটা ইনিংস জুড়ে রয়েছে ৮টি ছয় ও ৮টি চার। একইসঙ্গে এদিন ষষ্ঠ মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটার হিসাবে সেঞ্চুরী করার নজির গড়েছেন এই তারকা ক্রিকেটার।