শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্টে স্পিন অলরাউন্ডার হিসাবেই ম্যাক্সওয়েলকে খেলানোর ইঙ্গিত প্যাট কামিন্সের

Pat Cummins
Pat Cummins. (Photo by Bradley Kanaris/Getty Images)

একদিনের সিরিজ হেরে গেলেও, টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আর এই জায়গায় কোনওরকম ভুল করতে নারাজ অজি ব্রিগেড। তাদের শুক্রবার গল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে নামবে ব্যাগী গ্রীনরা। লক্ষ্য শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদের হোয়াইট ওয়াশ করা। আর সবকিছু ঠিকঠাক চললে দীর্ঘ পাঁচ বছর পর এই  গলেই হয়ত ফের অস্ট্রেলিয়া টেস্ট দলের প্রথম একাদশে ফিরতে  চলেছেন গলেন ম্যাক্সওয়েল। অন্তত ম্যাচের ২৪ ঘন্টা আগে অন্তত প্যাট কামিন্সের ইঙ্গিত তেমনটাই।

দীর্ঘ পাঁচ বছর পর  অস্ট্রেলিয়ার টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। যদিও এখনও পর্যন্ত ব্যাগী গ্রীন বাহিনীর প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। কিন্তু গল স্টেডিয়ামে তাঁকে দেখা গেলেও দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের কথার ইঙ্গিত অনেকটা সেরকমই। তাঁর মতে যদি প্রয়োজন পড়ে গ্লেন ম্যাক্সওয়েলকে তারা স্পিন অলরাউন্ডার হিসাবেই খেলাতে চাইছে এই টেস্টে।

গতম্যাচে স্পিনের সাহায্যেই শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদের হারাতে পেরেছিল অস্ট্রেলিয়া। ন্যাথান লায়ন এইকাই দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছিলেন। আর ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ক্যামেরণ গ্রীন ও উমসান খোয়াজা। এবার লড়াই গলের মঞ্চে। প্রথমে অ্যাশটন আগারের কথা ভাবা হলেও, শেষপর্যন্ত করোনার জন্য তিনি ছিটকে গিয়েছেন। ন্যাথান লায়নের সঙ্গে সেই ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে ব্যবহার করার একটা ভাবনা রয়েছে। একইসঙ্গে শোনাযাচ্ছে জোড়া পেসারও খেলানো হতে পারে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে পাঁচ উইকেট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল

গতম্যাচে শ্রীলঙ্কাকে শেষ করতে দুই পেসারকে সেভাবে কাজে লাগাতে হয়নি অস্ট্রেলিয়ার। কিন্তু এই পিচে তা হলেও হতে পারে।  ম্যাচের আগে প্যাট কামিন্স জানিয়েছেন, “একদিনের সিরিজে তিনি বলারদের মধ্যে সেরা ছিলেন। তাঁর পারফরম্যান্স অনবদ্য ছিল। তাঁর মতে বোলারকে দিয়ে অনায়াসেই ১৫ থেকে ২০ ওভার করিয়ে নেওয়া যায়। তিনি একেবারেই উপযুক্ত। পরিস্থিতি দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত”।

একদিনের সিরিজে এগিয়ে থাকার পরও শেষপর্যন্ত হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এবার আর সেই ধরণের কোনও ভুল করতে নারাজ অজি ব্রিগেড। সেভাবেই নিজেদের তৈরি করছে তারা। চলছে জোরকদমে প্রস্তুতি। শেষবার শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট পেয়েছিলেন মিচেল স্টার্ক। সেই স্টার্ককে নিয়েও যথেষ্ট আশাবাদী হয়ে রয়েছেন প্যাট কামিন্স। এছাড়া তিনি তো রয়েছেনই।

এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়েও যথেষ্ট আশাবাদী তারা। হবে নাইবা কেন। একদিনের সিরিজে হারলেও সেই মঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। শুক্রবার এখন শুধু মাঠে নামার অপেক্ষা।