শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম একাদশে সুযোগ না মেলায় হতাশ গ্লেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell and David Warner
Glenn Maxwell and David Warner. (Photo by Mark Kerton/PA Images via Getty Images)

দীর্ঘ পাঁচ বছর পর অস্ট্রেলিয়ার টেস্টদলে ডাত পেলেও প্রথম একাদশে সুযোগ হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। সেখানেই গ্লেন ম্যাক্সওয়েলকে তাদের স্কোয়াডে রাখা হয়েছিল কিন্তু একটিও ম্যাচে খেলতে পারেননি তিনি। স্কোয়াডে থেকেও প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় যে হতাশ হয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল সেই কথাই এতজিন পর শোনা গেল তাঁর মুখে। দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানোর কথা বলা হলেও শেষ মুহূর্তে বদলে গিয়েছিল সিদ্ধান্ত।

২০১৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর থেকে আর ব্যাগি গ্রীনের জার্সিতে দেখা যায়নি গ্লেন ম্যাক্সওয়েলকে। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজেই একের পর এক চোট আঘাতে জর্জরিত হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রথমে অবশ্য অস্ট্রেলিয়ার টেস্ট দলে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ট্রেভিস হেডের চোট হওয়ার পরে সেই সুযোগ চলে এসেছিল গ্লেন ম্যাক্সওয়েলের সামনে।

দীর্ঘ পাঁচ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে গ্লেন ম্যাক্সওয়েলকে সামিল করেছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্ত জানার পর আপ্লুত হয়েছিলেন খোদ ম্যাক্সওয়েলও। কিন্তু অস্ট্রেলিয়ার টেস্ট জার্সি পরে মাঠে নামার স্বপ্ন স্বার্থক হয়নি এই তারকা ক্রিকেটারের। প্রথম টেস্টে খেলানবো হয়নি তাঁকে। দ্বিতীয় টেস্টে অবস্য গ্লেন ম্যাক্সওয়েলের খেলার কথা নিয়ে একবার জল্পনা শুরু হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেখানেও মাঠে নামা হয়নি তাঁর। আর সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

তিনি জানিয়েছেন, “যখন আমাকে জানানো হয়েছিল সেই সময় বেশ হতাশই হয়েছিলাম আমি। আমি এটাও জানতাম যে দল যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারেই ভুল নয়। তবুও হতাশই হয়েছিলাম আমি। আমি সত্যিই এই সিরিজটা খেলতে চেয়েছিলাম। অস্ট্রেলিয়ার টেস্ট দলে খেলাটা সবসময়ই আমার কাছে আনন্দের একটা বিষয়। আবারও টেস্ট খেলার ভাবনাটাই আনন্দ দিচ্ছিল আমাকে”।

দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই মিচেল স্টার্কের পরিবর্তে গ্লেন ম্যাক্সওয়েলকে খেলানোর ইঙ্গিত শোনা গিয়েছিল অধিনায়ক প্যাট কামিন্সের গলায়। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে গল স্টেডিয়ামের পিচের প্রকৃতি দেখার পরই বদলে গিয়েছিল সেই ভাবনা। গ্লেন ম্যাক্সওয়েলকে প্রথম একাদশে না রেখেই দল সাজিয়েছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। তাঁকে জানিয়েই অবশ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ম্যাক্সওয়েল হতাশ হলেও, কোনও ক্রিকেটারের চোট আঘাতের জায়গায় খেলার পক্ষপাতী তিনিও নন। আর দলে সুযোগ পাওয়ার জন্য কেউ চোট পান সেটাও কখনও চাননা গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার টেস্ট দলে কবে ম্যাক্সওয়েল সুযোগ পান সেটাই এখন দেখার।