ফাইনালে মহম্মদ সামিকে নতুন বলে বোলিং করানোর সিদ্ধান্ত ভুল ছিল, মত ওয়াসিম আক্রমের

Mohammed Shami
Mohammed Shami. (Photo Source: Alex Davidson-ICC/ICC via Getty Images)

গোটা বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখালেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়া কাছে হেরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছিল টিম ইন্ডয়ার। আবারও সেই রানার্স আপ হয়েই থেমেছিল ভারতীয় দলের দৌড়। সেই পারফরম্যান্স নিয়েই এবার মুখ খুলেছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার। তাঁর মতে ফাইনালের মঞ্চে ভারতীয় দলের ক্রিকেটাররা অতিরিক্ত চাপে পড়ে গিয়েছিল। আর তাতেই একের পর এক ভুল করে ম্যাচ নিজেদের হাত থেকে ছেড়ে দিয়েছিল। বিশেষ করে বোলিংয়ের ভুল নিয়েই আলোচনা করেছেন ওয়াসিম আক্রম।

মহম্মদ সামি এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন। গোটা বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। কিন্তু সেই মহম্মদ সামিই অস্ট্রেলিয়ার ট্রেভিস হেডের বিরুদ্ধে একের পর এক ওয়াইড বল করেছিলেন। আর সেই অতিরিক্ত রান যে ভারতীয় দলের সামনে চ্যালেঞ্জটা আরও কঠিন করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে মহম্মদ সামিকে প্রথম চেঞ্জ হিসাবে আনা উচিত্ ছিল বলেই মনে করছেন এই প্রাক্তন পাকস্তানী তারকা ক্রিকেটার।

এবারের ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক মহম্মদ সামি

স্পোর্টসকিডায় ওয়াসিম আক্রম জানিয়েছেন, “তারা বেশ খানিকটা চাপে পড়ে গিয়েছিল। আমি একটা জিনিস অবশ্যই মেনে নিচ্ছি যে বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে মহম্মদ সামি ভাল পারফরম্যান্স করেন এবং সেইসঙ্গে রাউন্ড দ্য উইকেটও বোলিং করেন তিনি। ট্রেভিস হে়ড তাঁর বিরুদ্ধে বেঁচে গিয়েছিল। একটা জিনিস সেখানে সবচেয়ে বেশী লক্ষ্যনীয় যে মহম্মদ সামি কিন্তু অনেকগুলো বাড়তি ওয়াইড বল করেছিলেন”।

গোটা বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের ওপেনিং বোলার চিলেন মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ। কিন্তু ফাইনালে তেমনটা করা হয়নি। অতিরিক্ত চাপে থাকার জন্যই য়ে এই সিদ্ধান্তের ভুলটাও হয়েছিল তা মেনে নিতে কোনও দ্বিধা নেই প্রাক্তন এই পাকিস্তানী তারকা ক্রিকেটারের।  তাঁর মতে সেদিন শুরুর দুকে অন্তত ২ থেকে ৩ ওভার মহম্মদ সিরাজকে দিয়ে করানো উচিত্। কারণ সেই সময় নাকি সুইং হচ্ছিল।

স্পোর্টসকিডায় ওয়াসিম আক্রম জানিয়েছেন, “তাঁর সুইংয়ের জন্যই আমি মনে করি যে মহম্মদ সিরাজকে দিয়ে শুরুর ২ থেকে ৩ ওভার করানো যেতে পারত। স্বাভাবিকভাবেই মহম্মদ সামি জানতেন যে তিনি প্রখম চেঞ্জে আসবেন এবং পুরনো বল পাবেন। বিশ্বকাপের ফাইনালের মতো মঞ্চে তাঁকে নতুন বলে বোলিং করানোর সিদ্ধান্তটা একেবারেই ভুল ছিল”।