কোহলিকে সমর্থন করে তাঁর সমালোচকদের বিরুদ্ধে বার্তা শোয়েব আখতারের

আখতার মনে করেন কঠিন পরিস্থিতি কোহলিকে পরবর্তী সাফল্যের জন্য প্রস্তুত করছে

Virat Kohli. (Photo Source: IPL/BCCI )

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার প্রাক্তন ক্রিকেটারদের অনুরোধ করেছেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির খারাপ ফর্মের জন্য তাঁর সমালোচনা করা বন্ধ করতে। তিনি প্রাক্তন ভারত অধিনায়ককে তাঁর প্রাপ্য সম্মান দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেছেন।

Advertisement
Advertisement

৩৩ বছর বয়সী কোহলিকে গত দুই মরসুম ধরে তাঁর খারাপ ব্যাটিং ফর্মের কারণে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। আইপিএল ২০২২-এর অভিযানেও তাঁর পারফর্ম্যান্স বিশেষ উন্নত হয়নি। ২২.৭৩ গড়ে এবং ১১৫.৯৯ স্ট্রাইক রেটে ৩৪১ রান করেছেন তিনি। প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, ড্যানিয়েল ভেট্টোরি এবং ইয়ান বিশপদের আইপিএল ২০২২-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ব্যাটারের পারফর্ম্যান্সের সমালোচনা করতে দেখা গেছে।

কোহলিকে ঘিরে সমালোচনার বিষয়ে আখতার স্পোর্টসকীড়াকে বলেছেন, “বিবৃতি দেওয়ার আগে, বাকিদের বোঝা উচিত যে অনেকেই তাদের অকথা শোনে। বিরাট কোহলি সম্পর্কে ভালো কথা বলুন। তাকে তার প্রাপ্য সম্মান দিন। একজন পাকিস্তানি হিসেবে আমি বলছি সে সর্বকালের সেরা খেলোয়াড়। আমি চাই সে আন্তর্জাতিক ক্রিকেটে ১১০টি সেঞ্চুরি করুক। আমি চাই সে ৪৫ বছর বয়স পর্যন্ত খেলুক।

ভারতীয় ব্যাটারকে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে আখতার বলেন যে কঠিন সময় তাঁকে ভালো সময়ের জন্য প্রস্তুত করছে। ৪৬ বছর বয়সী প্রাক্তন পেসার কোহলির জন্য একটি বার্তা শেয়ার করে বলেছেন, “এই কঠিন পরিস্থিতি তাকে ১১০টি সেঞ্চুরির জন্য প্রস্তুত করছে। অনেকেই তার বিরুদ্ধে লিখছে, টুইট করছে। দীপাবলি নিয়ে টুইট করলে সমালোচনা হয়। অনেকেই তার স্ত্রী এবং বাচ্চা সম্পর্কে টুইট করে। বিশ্বকাপে হেরে গেলে প্রবল সমালোচনা হয়। সবাইকে দেখিয়ে দেওয়া হোক বিরাট কোহলি আসলে কে।”

‘সচিন তেন্ডুলকারের থেকে শেখা উচিত’ – সমালোচকদের উদ্দেশে বলেছেন আখতার

কোহলি নভেম্বর ২০১৯ থেকে সেঞ্চুরি করেননি। গত কয়েক মাস আগে তিনি টি-২০ এবং টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, এবং তাঁকে ওডিআই অধিনায়কত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল। গত আইপিএল মরসুমের শেষে তিনি আরসিবির অধিনায়কত্বও ছেড়ে দেন।

একটি ভিডিও বার্তায়, আখতার ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকারেরও প্রশংসা করেছেন। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেছেন, “সচিন তেন্ডুলকার সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং নম্র ব্যক্তি। আমি সত্যিই তাঁর আচরণ এবং স্বভাব পছন্দ করি। তিনি যা বলেন তা ভেবে বলেন এবং অন্যান্য ক্রিকেটারদের সম্মান করেন। সচিন তেন্ডুলকারের থেকে মানুষের শেখা উচিত। এত দুর্দান্ত ক্রিকেটার হওয়া সত্ত্বেও, তিনি এমন কিছু টুইট করেন না বা বলেন না যা কাউকে আঘাত করতে পারে। অন্যান্য প্রাক্তন ক্রিকেটারদেরও পরিপক্ব বক্তব্য দেওয়া উচিত।” 

আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে। ইংল্যান্ডে পুনঃনির্ধারিত টেস্টের জন্য তাঁকে ভারতীয় দলে রাখা হয়েছে। টেস্টটি ১লা জুলাই থেকে বার্মিংহ্যামে খেলা হবে।