দিল্লির বিরুদ্ধে এগিয়ে কলকাতাই, মত গিলের

Shubman Gill. (Photo Source: IPL/BCCI)

আজ কোয়ালিফায়র ২ -তে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। আবার একটা হাইভোল্টেজ ম্যাচ দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব। আজ যে হারবে তার বিদায়, আ যে জিতবে সে ফাইনালে চলে যাবে। যেখানে চেন্নাই সুপার কিংস প্রথম কোয়ালিফায়ারে জিতেই চলে গিয়েছে। তবে আজকের ম্যাচে কে এগিয়ে ? এই নিয়ে শুরু হয়েছে তুল্যমূল্য বিচার।

Advertisement
Advertisement

চেন্নাইয়ের সঙ্গে হেরে কিছুটা ব্যাকফুটে দিল্লি, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে আইপিএলের দ্বিতীয় পর্যায়ে কলকাতা নাইট রাইডার্স যেভাবে কামব্যাক করেছে তা এককথায় অভাবনীয়। তাই এলিমিনিটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারানো যথেষ আত্মবিশ্বাসী নাইট শিবির। তাই আজকের ম্যাচে কিছুটা এগিয়ে থেকেই শুরু করবে মর্গ্যানের দল।

আর কে এগিয়ে এই বিষয়ে মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ে অন্যতম ভরসায় জায়গা শুবমন গিল। গিল বলেছেন, ‘‘অনেকেই ভেবেছিলেন আমরা প্লে-অফে উঠতে পারব না। আমিও প্রথম পর্বে রান করতে পারিনি। তবে জানতাম, ভাল খেলছি। দিল্লি ক্যাপিটালস দলটা বেশ ভাল। আমরা শারজাতে তিনটে ম্যাচ খেলেছি। ফলে উইকেট সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে। আমরাই কিছুটা এগিয়ে রয়েছি।’’

কেকেআর-এর প্রকাশ করা এক ভিডিয়োতে গিলের সংযোজন, ‘‘যে ভাবে আমরা দ্বিতীয় পর্বে ফিরে এসেছি সেটা খুব বেশি দল এর আগে করতে পেরেছে বলে মনে হয় না। আমাদের দলে কেউই কমলা টুপি (সর্বাধিক রান), বেগুনি টুপির (সর্বাধিক উইকেট) দৌড়ে নেই। আমরা দল হিসেবে ভাল খেলেছি।’

তবে ক্রিকেট এমন একটা খেলা যেখানে ম্যাচ রং বদলাতে বেশি সময় লাগে না। তাই শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখার।