টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতীয় দলকে সাবধানবার্তা গৌতম গম্ভীরের

Gautam Gambhir and Rohit Sharma
Gautam Gambhir and Rohit Sharma. (Image Source: Twitter and Getty Images)

২০১৩ সালের পর থেকে এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতীয় দল। সদ্য শেষ হয়েছে ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপের আসর। সেখানে ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারলেও শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। নতুন বছরেই তাদের সামনে রয়েছে সেই চ্রফি খরা কাটানোর হাতছানি। ২০২৪ সালে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দল জিততে পারে কিনা তা তো সময়ই বলবে।  তবে সেই মঞ্চে নামার আগেই ভারতীয় দলের উদ্দেশ্যে সাবধান বার্তা দিলেন গৌতম গম্ভীর।

২০১৩ সালে মহগেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেষবার আইসিসিস চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। এরপর ভারতের দুজন অধিনায়কের হাতে দায়িত্ব উঠেছে কিন্তু এখনও পর্যন্ত সফল হতে পারেননি কেউই। বিরাট কোহলির নেতৃত্বেও আইসিসির প্রতিযোগিতায় যেমন ব্যর্থতাই এসেছে ভারতের ঝুলিতে। তেমনই ব্যর্থতা এসেছে রোহিত শর্মার হাত ধরেও। ১০ বছর পার হলে গেলেও এখনও পর্যন্ত আইসিসির ট্রফি জয়ের স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপেই সেই খরা কাটাতে চাইছে ভারতীয় দল।

ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপেও হেরে গিয়েছে ভারতীয় দল

এখনও পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বেশ কয়েক মাস সময় বাকি রয়েছে। কিন্তু সেখানে নামার প্রস্তুতিটা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। তারই মাঝে ভারতীয় দলের উদ্দেশ্যে গৌতম গম্ভীরের বিশেষ পরামর্শ। টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের সামনে সবচেয়ে বড় হুমকি কী হতে পারে তা নিয়েই এবার মুখ খুলেছেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর মনে করছেন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে আফগানিস্তান, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

গৌতম গম্ভীর জানিয়েছেন, “এবারের বিশ্বকাপ যেখানে হবে সেখানকার পরিবেশে আফগানিস্তান ভারতীয় দলের কাছে অত্যন্ত বিপদজনক হয়ে উতে পারে। ভারতীয় দলের কাছে এটা হয়ে উঠতে চলেছে অন্যতম বড় চ্যালেঞ্জ। এছাড়া অস্ট্রেলিয়াও চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে কারণ তাদের টি টোয়েন্টি ফর্ম্যাটকে প্রভাবিত করতে পারেন এমন ক্রিকেটার রয়েছেন। অন্যদিকে ইংল্যান্ডও টি টোয়েন্টিতে যেমনটা খেলতে হয় সেই খেলাই দেখায়”।

এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেরে ওডিআই বিশ্বকাপ। দুই জায়গাতেই ফাইনাল পর্যন্ত পৌঁছেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় দল। এবার সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। সেখানে আইসিসি ট্রফি জয়ের খরা কাটিয়ে ভারতীয় দল ট্রফি ক্যাবিনেট ভরিয়ে তুলতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।