এলএলসি-তে শ্রীসন্থের সঙ্গে বচসায় জড়ালেন গৌতম গম্ভীর, সোশ্যাল মিডিয়ায় দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা

Gautam Gambhir & Sreesanth
Gautam Gambhir & Sreesanth. ( Image Source: Twitter )

আইপিএলের পর এবার লেজেন্ডস লিগ ক্রিকেটেও বিতর্ক। আর সেই বিতর্কে কেন্দ্রেও সেই গৌতম গম্ভীর। গত বুধবার লেজেন্ডস লিগ ক্রিকেটে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইন্ডিয়া ক্যাপিটালস। সেখানেই ম্যাচের মাঝে দুই প্রক্তন তারকা ঝামেলায় জড়িয়ে পড়েন। আর সেই ঝামেলা ঘিরেই ভারতীয় ক্রিকেট মহলে নতুন বিতর্কের সৃষ্টি।  গৌতম গম্ভীর ও শ্রীসন্তের মধ্যেই মাঠে মধ্যে তুমুল ঝামেলা শুরু হয়েছিল। সেই রেশ ছড়িয়েছে মাঠের বাইরেও। বৃহস্পতিবারই এখ ইঙ্গিতপূর্ণ বার্তা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর।

লেজেন্ডল লিগ ক্রিকেটেও দুরন্ত ফর্মে রয়েছেন গৌতম গম্ভীর। এদিন গুজরাত জায়ান্টসের বিরুদ্ধেও তাঁর ব্যাটে ছিল রানের ঝলক। সেই ম্যাচেও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর সেই পারফরম্যান্সে ভর করেই বড় রানে পৌঁছে গিয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস। আর তাতেই কার্যত নিজেদের জয়ের রাস্তাটাও পাকা করে ফেলেছিল ইন্ডিয়া ক্যাপিটালস। সই সময়ই ব্যাটিং করার সময় শ্রীসন্থের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

এই ম্যাচে ৫২ রানের ইনিংস খেলেছিলেন গৌতম গম্ভীর

শ্রীসন্থের বোলিংয়ের বিরুদ্ধে পরপর একটি ছয় ও বাউন্ডারি হাঁকানোর পরই এই ঝামেলার শুরু হয়েছিল। সেখানেই শ্রীসন্থের সহ্গে গৌতম গম্ভীর ঝামেলায় জড়িয়েছিলেন। আর সই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে নচতুন বিতর্ক। কয়েকদিন আগেই আইপিএলের মঞঢ্চে এমনই এক ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। কার্যত সেই একই ঘটনার পূণরাবৃত্তি দেখা গেল এবারের এই লেজেন্ডস লিগ ক্রিকেটে। সেখানেই ম্যাচের মাঝে এই দুই প্রাক্তন তারকা ক্রিকেটারের মাঝে সমস্যার শুরু হয়েছিল।

সেই ঝামেলার রেশ মাঠেপ বাইরেও গড়িয়েছে। একটি ইঙ্গিত পূর্ণ বার্তা দিয়েছেন গৌতম গম্ভীর। সেখানেই তিনি লিখেছেন যে, “যখন গোটা বিশ্ব অ্যাটেনশন পেতে চায় সেই সময় শুধু হাসো”। কেন গৌতম গম্ভীর এমন বার্তা দিয়েছেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। এই প্রসঙ্গে অবশ্য শেষের দিকে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার এস শ্রীসন্থও। তাঁর মতে কোনও কারণ ছাড়াই নাকি গৌতম গম্ভীর ঝামেলা শুরু করেছিলেন।

এবারের আইপিএলে বিরাট কোহলির সঙ্গে এমন ঝামেলায় জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। তা নিয়েও ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছিল জোর বিতর্ক। শেষপর্যন্ত এই সমস্যার জের কতদূর পর্যন্ত যায় সেটাই দেখার।