বিশ্বকাপের মঞ্চে শ্রেয়স আইয়ার থাকবেন না, মনে করছেন গৌতম গম্ভীর

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo by Joe Allison/Getty Images)

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। ১২ বছর পর ফের ভারতের ঘরের মাটিতে হতে চলেছে এবারের বিশ্বকাপ। সেখানে যে ভারতীয় দলের গায়ে ফেভারিটের তকমা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এশিয়া কাপ চলার মাঝেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দলে শ্রেয়স আইয়ারের ওপর ভরসা রেখেছিল বিসিসিআই। কিন্তু বিশ্বকাপের মঞ্চে শ্রেয়স আইয়ার খেলতে পারবেন কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা। এশিয়া কাপের মাঝেই চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার।

সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। তাঁর মতে এবারের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে শ্রেয়স আইয়ারের নামার সম্ভাবনা নেই। এবারের বিশ্বকাপে সেই শ্রেয়স আইয়ারের পরিবর্ত ক্রিকেটার টিম ইন্ডিয়াকে নিতে হবে বলে মনে করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এবারের এশিয়া কাপের মঞ্চে মাত্র দুটো ম্যাচেই খেলতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার।

এশিয়া কাপের মঞ্চে মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছিলেন শ্রেয়স আইয়ারের

এশিয়া কাপ চলার মাঝেই ফের একবার চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। কোমড়ে চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। সুপার ফোরের প্রথম দুই ম্যাচেই খেলতে পারেননি তিনি। বাংলাদেশের বিরুদ্ধেই নেটে প্রস্তুতিতে নেমেছিলেন শ্রেয়স আইয়ার। সেই ম্যাচের আগে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেই থেকেই তাঁর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নামা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। যদিও শেষপর্যন্ত তা হয়নি। প্রথম দুই ম্যাচ বাদ দিলে কোমড়ের চোটের কারণের জন্য ভারতীয় দলের হয়ে কোনও ম্যাচেই নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। এবার তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

তিনি জানিয়েছেন, “এটা সত্যিই চিন্তার একটা কারণ। দীর্ঘদিন চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন তিনি। কিন্তু চোট সারিয়ে এশিয়া কাপে ফিরলেও, একটি ম্যাচ খেলার পরই ফের চোট পেয়ে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। আমার মনে হয় না এমনটা হওয়ার পর টিম ম্যানেজমেন্ট ফের তাঁঁকে ভারতীয় দলে রাখবে। আসন্ন দিনেই দেখা যাবে যে শ্রেয়স আইয়ার ভারতের বিশ্বকাপের দলে সুযোগ পাবেন না এবং তাঁর পরিবর্তে অন্য কাওকে খেলানো হবে”।

বিশ্বকাপের মঞ্চে ৮ অক্টোবর যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে অবশ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামছে ভারত। সেখানেও ভারতীয় শিবিরে তাঁর থাকার সম্ভাবনা নেই।