সিরাজ ফিট না হলে, উমেশকে খেলনোর পরামর্শ গৌতম গম্ভীরের
আপডেট করা - Jan 7, 2022 1:07 pm

জোহানেসবার্গে হার। সেইসঙ্গে আরেক ধাক্কা, দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার মহম্মদ সিরাজের চোট। জোহানেসবার্গে চিকিত্সা করিয়ে মাঠে নামলেও, কোপটাউনে তিনি খেলতে পারবেন কিনা, তা নিয়েই এখন চিন্তায় রয়েছে সকলে। আর সেই জায়গাতেই ভারতীয় দলের উদ্দেশ্যে গৌতম গম্ভীরের পরামর্শ। সিরাজ যদি খেলতে না পারেন, সে জায়গায় ইশান্তের থেকে উমেশ যাদবকেই এগিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা।
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনই ম্যাচের শেষের দিকে পায়ের লিগামেন্টে চোট পান মহম্মদ সিরাজ। এরপর আর মাঠে থাকতে পারেননি তিনি। তৃতীয় দিন সিরাজ মাঠে নামতে পারেন কিনা সেদিকেই সকলের নজর ছিল। তিনি মাঠে নেমেছিলেন। কিন্তু তাঁকে দেখে খুব একটা স্বস্তি পেতে পারেননি সকলে। তাঁকে নিয়ে স্বস্তিতে নেই ভারতীয় দলও।
জোহানেসবার্গে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়তে গেলে, কেপটাউনে জিততেই হবে ভারতকে। কিন্তু তার আগে দলের এমন একজন বোলার যদি পুরোপুরি সুস্থ না হন, তাহলে চিন্তা তো বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। সেইমতো নিজেদের প্রথম একাদশ তৈরিও করে ফেলতে হবে। এমন পরিস্থিতিতেই ভারতীয় দলকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন প্রাক্তন তারকা গৌতম গম্ভীর।
তিনি মনে করেন, ‘মহম্মদ সিরাজ যদি সুস্থ হয়ে যায় তবে তো খুবই ভাল। কিন্তু কেপটাউনে খেলার মতো পরিস্থিতিতে যদি সিরাজ না থাকে, তবে সেই জায়গায় আমি ইশান্তের থেকে উমেশ যাদবকেই এগিয়ে রাখব। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরাজ যেভাবে বল করেছেন, একমাত্র উমেশের সঙ্গেই রয়েছে সেই সদৃশ্য। ইশান্ত অবশ্যই দুরন্ত বোলার। কিন্তু এই পরিস্থিতিতে সিরাজের পরিবর্ত হিসাবে উমেশ যাদবই যথোপযুক্ত’।
মহম্মদ সিরাজকে নিয়ে অস্বস্তি রয়েছে ভারতীয় দলের অন্দরমহলেও। ম্যাচ শেষেই যা শোনা গিয়েছিল লোকেশ রাহুলের মুখেও। তাঁর মুখে তখনই শোনা গিয়েছিল ইশান্ত শর্মা ও উমেশ যাদবের কথাও। হাতে চারদিন সময় রয়েছে ভারতীয় দলের। সেই সময় সিরাজকে দেখবেন তারা। তারপরই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত। আর এমন পরিস্থিতিতে একান্তই যদি তিনি পুরোপুরি ফিট হতে না পারেন, সে জায়গায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের মাথায় ইশান্ত এবং উমেশ যাদবের কথা ঘুরছে।
আর তা শোনার পরই গৌতম গম্ভীরের এই পরামর্শ। তাঁর মতে ইশান্তের অনেক অভিজ্ঞতা থাকলেও, কেপটাউনে সিরাজের পরিবর্ত হিসাবে উমেশ যাদবকেই এগিয়ে রাখছেন তিনি। এখন দেখার কেপটাউনে ভারতীয়টিম ম্যাবেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়।