প্রস্তুতি প্রতিযোগিতার আগে পরামর্শদাতা ডব্লু ভি রমনের তত্ত্বাবধানে কাজ শুরু করে দিলেন বাংলার ব্যাটাররা
আপডেট করা - Aug 8, 2023 2:36 pm

৭ই আগস্ট, সোমবার থেকে ব্যাটিং পরামর্শদাতা ডব্লু ভি রমনের তত্ত্বাবধানে কাজ শুরু করে দিয়েছেন বাংলার ব্যাটাররা। রমন আগে বাংলার প্রধান কোচের দায়িত্বও পালন করেছিলেন। কিন্তু এইবার তাকে একটি নতুন ভূমিকায় দেখা যাবে। তিনি এর আগে বহু দলের সাথে কাজ করেছেন। তার প্রশিক্ষণ পেয়ে বাংলার ব্যাটাররা নিজেদের ব্যাটিংয়ের আরও উন্নতি করতে চাইবেন।
আগামী সপ্তাহ থেকে শুরু হবে প্রস্তুতি প্রতিযোগিতা। তাই বাংলা দলকে পুদুচেরি পৌঁছাতে হবে। প্রতিযোগিতা চলাকালীন সেখানে ডব্লু ভি রমনও উপস্থিত থাকবেন। এই প্রতিযোগিতায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকারের পুত্র অর্জুন তেন্ডুলকারের দল গোয়ার মুখোমুখি হতে হবে বাংলাকে।
ডব্লু ভি রমন ব্যাটারদের টেকনিকের উপর বিশেষ নজর দিচ্ছেন। মনোজ তিওয়ারি অবসর নেওয়ায় বাকি ব্যাটারদের উপর চাপ অনেকটাই বেড়ে গিয়েছে। প্রধান কোচ লক্ষীরতন শুক্লা, ব্যাটিং পরামর্শদাতা রমন সহ বাকি কোচিং স্টাফদেরও দায়িত্ব বেড়েছে।
সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) বাংলার কোচদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদে আলোচনা করেছিল। ট্রফি জেতার মঞ্চে বারবার ব্যর্থ হচ্ছে বাংলা। এই ট্রফির খরা কাটিয়ে ওঠাই এখন বাংলার প্রধান লক্ষ্য।
বাংলা দলের সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বলেন, “প্রস্তুতি ভালই চলছে। তবে বৃষ্টির জন্য বাইরে কোনও রকম ট্রেনিং করা যাচ্ছে না। পুদুচেরিতে আমরা প্রতিযোগিতা খেলতে যাব। সেখানে আশা করি, ভালো প্রস্তুতি হবে।”
রঞ্জি ট্রফি ২০২২-২৩ মরসুমে ফাইনালে উঠেছিল বাংলা
রঞ্জি ট্রফি ২০২২-২৩ মরসুমের ফাইনালে সৌরাষ্ট্রের কাছে পরাজিত হয়েছিল বাংলা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ৫৪.১ ওভারে ১০ উইকেটে মাত্র ১৭৪ রান তুলতে সক্ষম হয়েছিল বাংলা। শাহবাজ আহমেদ ১১২ বলে ৬৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তার ইনিংসে ছিল ১১টি চার। অভিষেক পোরেল ৮টি চার সহ ৯৮ বলে ৫০ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন। সৌরাষ্ট্র প্ৰথম ইনিংসে ৪০৪ রান করেছিল।
দ্বিতীয় ইনিংসেও খুব বেশি রান করতে পারেনি বাংলা। তারা মাত্র ২৪১ রানে অলআউট হয়ে গিয়েছিল। অনুষ্টুপ মজুমদার এবং মনোজ তিওয়ারি যথাক্রমে ১০১ বলে ৬১ রান এবং ১৫৪ বলে ৬৮ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৪ রানে পৌঁছে ম্যাচটি জিতে নিয়েছিল সৌরাষ্ট্র। আগামী মরসুমে বাংলার পারফরম্যান্স কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।