কেন উইলিয়ামসনের দ্রুত মাঠে ফেরা নিয়ে আশাবাদী টম ল্যাথাম
আপডেট করা - Oct 4, 2023 12:51 pm

ওডিআই বিশ্বকাপের প্রথম ম্যাচে থেকে ছিটকে গিয়েছেন কেন উইলিয়ামসন। যদিও বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচে নেমেছিলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক। কিন্তু চোট সরিয়ে সম্পূর্ণ সুস্থ না হওয়ার জন্য বিশ্বকাপের মূল পরবের ম্যাচে নাকি নামতে পারবেন না এই তারকা ক্রিকেটার। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে নিউ জিল্যান্ডের স্ট্যান্ট ইন অধিনায়র টম ল্যাথাম কিন্ত কেন উইসিয়ামসনকে নিয়ে বেশ আশাবাদী। তাঁর মতে এই বিশ্বকাপ চলাকালীন শীঘ্রই ফিরে আসতে পারেন কেন উইলিয়ামসন।
এবারের বিশ্বকাপও রাউন্ড রবিন নিয়মে হতে চলেছে। সেখানে প্রতিটি দলই অনেকগুলো করে ম্যাচ খেলার সুযোগ পেতে চলেছে। সেই কারণেই অধিনায়ক কেন উইলিয়ামলনকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে নারাজ কিউই টিম ম্যানেজমেন্ট। তাঁর পেশীর চোট সেরে ইঠলেও এখনও কয়েকটা দিন সময়লাগতে পারে বলেই মনে করছেন সকলে। সেই কারণ কেন উইলিয়ানমসনের আরও কয়েকটা দিন রিহ্যাব চলবে বলেই মনে করছে নিউ জিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। আর সেই কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁকে ছাড়াই খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইপিএল চলাকালীনই এবার চোট পেয়েছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন
এবারের আইপিএল চলাকালীনই বড়সড় চোট পেয়েছিলেন নিউ জিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। প্রথম ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই আর মাঠে দেখা যায়নি কেন উইলিয়ামসনকে। সেই থেকেই তাঁকে নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। এরইমাঝে তাঁর অস্ত্রোপচারও হয়। যদিও বেশ কয়েকদিন আগে থেকেই মাঠে নেমে পড়েছিলেন কেন উইলিয়ামসন। এবার বিশ্বকাপের দলেও ফিরেছেন তিনি।
কেন উইলিয়ামসনের ফেরা প্রসঙ্গে টম ল্যাথাম জানিয়েছেন, “তাঁর রিকভারি পদ্ধতিটা এই মুহূর্তে দিনে দিনে বোঝা যাচ্ছেে। অবশেষ্যই শেষ দুটো প্রস্তুতি ম্যাচে তিনি খানিকটা সময় হলেও খেলেছিলেন। আরপনারা সকলেই জানেন যে তিনি কতটা ভলা ব্যাটিং পারফর্ম্যান্স দেখিয়েছিলেন এবং কয়েকদিন ধরে মাঠেও নামছেন কেন উইলিয়ামসন। তিনি যথেষ্ট তাড়াতাড়ি সেরে উঠছেন এবং আমরা সকলেই আশাবাদী যে যে খুব শীঘ্রই দেশের জার্সিতে বিশ্বকাপের ম়ঞ্চে নামতে চলেছেন কেন উইলিয়ামসন”।
শেষবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও নিউ জিল্যান্ডের ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ রাখতে পারেননি কেন উইলিয়ামসন। এবার সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই যাত্রা শুরু করতে চলেছে নিউ জিল্যান্ড। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে লেই বদলা তারা নিতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।