দীর্ঘ পাঁচ বছর পর ফের অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরে উচ্ছ্বসিত গ্লেন ম্যাক্সওয়েল

Glenn Maxwell and David Warner. (Photo by Mark Kerton/PA Images via Getty Images)

দীর্ঘ পাঁচ বছর পর ফের অস্ট্রেলিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। আগামী ২৯ জুন শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে অজিরা। একের পর এক চোটের ধাক্কায় শ্রীলঙ্কা সফরে কার্যত জর্জরিত হয়ে গিয়েছে অজি বাহিনী। কয়েকদিন আগেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গিয়েছে ট্রেভিস হেড। সেই জায়গাতেই এবার অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ফের একবার ব্যাগি গ্রীন জার্সি পরে মাঠে নামার সুযোগ পেয়ে আপ্লুত তিনি। গোটা ক্রিকেট জগত তাঁর পাশে রয়েছে বলেই মনে করছেন তিনি।

Advertisement
Advertisement

২০১৭ সালে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ম্যাচে নেমেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের বিরুদ্ধে সেই টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। বাংলাদেশকে সাত উইকেটে হারানোর সেই ম্যাচের অন্যতম স্বাক্ষী ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু অরপরই অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েন তিনি। ২০১৭ সাল থেকে ২০২১ সালের অ্যাশেজ পর্যন্ত অস্ট্রেলিয়ার টেস্ট দলে দেখা যায়নি তাঁকে।

আইপিএলের আগে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজেও অজু শিবিরে সুযোগ হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। অবসেষে ট্রেভিস হেডের চোটই ফের তাঁকে একবার অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরার সুযোগটা করে দিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট দলেই পাঁচ বছর পর প্রত্যাবর্তন হয়েছে গ্রেন ম্যাক্সওয়েলের। দীর্ঘদিন পর অজি শিবিরে ফিরে আপ্লুত এই তারকা ক্রিকেটার। এখন শুধুই ব্যাগি গ্রীন টুপি মাথায় পরে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি।

২৯ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামছে অস্ট্রেলিয়া

টেস্ট দলে সুযোগ পাওয়ার পর গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, “প্রায় চার থেকে পাঁচ বছর পর ফের অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরার পর যেন মনে হচ্ছে গোটা ক্রিকেট জগত আমার পাশে রয়েছে। আমাকে যেভাবে সকলে দেখে অভ্যস্ত, সেই জায়গায় এই পরিবর্তনটা সত্যিই একটা অএসাধারণ পদক্ষেপ আমার জন্য। আমি সত্যিই খুব আনন্দিত”।

গ্লেন ম্যাক্সওয়েল আরও জানিয়েছেন, “এই মুহূর্তে কোনওরকম বাড়তি চাপ নেওয়ার আমি ছেড়ে দিয়েছি। আমার মনে হয় সেই সময় আমি পেড়িয়ে এসেছি যখন অনেকক্ষেত্রেই ভুল শট নির্বাচন করে আউট হতে হয়েছে। আমি এখন জানি যে কী করা উচিত্। দল আমার থেকে কী প্রত্যাশা করছে সেই ব্যপারেও এখন আমি অবগত রয়েছি”।

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জিতলেও, একদিনের সিরিজে এগিয়ে থেকেও শেষপর্যন্ত সিরিজ হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। শ্রীলঙ্কার স্পিন আক্রমণের সামনেই এবার একদিনের সিরিজে বারবার সমস্যায় পড়েছে অস্ট্রেলিয়া। টেস্টেও যে শ্রীলঙ্কার স্পিন আক্রমণ অস্ট্রেলিয়াকে বিপদে ফেলতে পারে তা বেশ বুঝতে পারছে অজি টিম ম্যানেজমেন্ট। টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া প্যাট কামিন্সের দল।

আর সেই জন্যই অস্ট্রেলিয়ার অন্যতম সেরা স্পেন স্পেশ্যালিস্টকেই বোধহয়  পাঁচ বছর ফের টেস্ট দলে ফেরানোর সিদ্ধান্ত। এখন দেখার গ্লেন ম্যাক্সওয়েল টেস্টের এই সুযোগ কাজে লাগাতে পারেন কিনা।