অ্যালেক্স ক্যারির উইকেটটাই কুলদীপ যাদবের কাছে বিশেষ

Kuldeep Yadav
Kuldeep Yadav. ( Image Source: Twitter )

অস্ট্রেলিয়ার বিরু্দ্ধে প্রত্যাবর্তনটা খুব একটা খারাপ হয়নি কুলদীপ যাদবের। প্রথম দুই ম্যাচে সেভাবে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও,  শেষ ম্যাচে একাই কার্যত অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছে। প্রতিপক্ষ  শিবিরের সেরা তিন ব্যাটার এদিন কুলদীপ যাদবের শিকার। আর তাতেই তিনি আপ্লুত। বিশেষ করে এদিন অ্যালেক্স ক্যারির  আউটটাই কুলদীপ যাদবের কাছে সবচেয়ে সেরা।  অস্ট্রেলিয়ার ব্যাটিং শেষে সেই কথা বলতে একেবারেই দ্বিধা করেননি ভারতীয় দলের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।

টস জিতে ভারতের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। লক্ষ্যটা ছিল বড় রান করার। সেই লক্ষ্যেই এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কুলদীপ যাদব। এই মাঠে ভারতীয়-এ দলের হয়ে খেলেছিলেন তিনি। চিপকের পিচকে বেশ ভালবাবেই চেনেন কুলদীপ যাদব। সেই অভিজ্ঞতাটাই এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাজে লাগিয়েছেন কুলদীপ যাদব। তবে অ্যালেক্স ক্যারির বিরুদ্ধে কুলদীপ যাদবের স্পিনটা যেন সকলেই মুগ্ধ করছে। তাঁর কাছেও সেই আউটা চমকের থেকে কম কিছু নয়।

এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ ওভারে ৫৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব

শেষ ম্যাচেই অস্ট্রেলিয়া শিবিরে সুযোগ পেয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এদিন ভারতের বিরুদ্ধে প্রথম থেকেই খানিকটা আক্রমণাত্মক মেজাজে ছিলেন তিনি। সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন মার্নাস লাবুশানেও। মাত্র চার ওভারের ব্যবধানেই সেই দুই তারকা ক্রিকেটারদের এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন কুলদীপ যাদব। এরপরই অ্যালেক্স ক্যারিকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ক্যারির বিরুদ্ধে কুলদীপ যাদবের সেই স্পিন দেখে সকলেই মুগ্ধ হয়েছিল। শেন ওয়ার্নের সেই বল অব দ্য সেঞ্চুরীর ঝলকই ছিল কুলদীপ যাদবের বোলিংয়ে।

এমন সেরা তিনটি উইকেট তুলে নিতে পেরে আপ্লুত কুলদীপ যাদবও। যদিও অ্যালেক্স ক্যারির বিরুদ্ধে বোলি্ংটাই তাঁর কাছে সেরা। কুলদীপ যাদব জানিয়েছেন, “এখানে ভারতীয় -এ দলের হয়ে খেলেছি আমি। সেজন্যই প্রথম থেকে আমি জানতাম যে এই উইকেট  খানিকটা ধীর গতির হতে চলেছে। সেজন্যই বেশী স্পিনের ওপর জোর দিয়েছিলাম আমি। সেই প্রতিটি উইকেটই আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছি্ল। তবে এদিন অ্যালেক্স ক্যারির উইকেটটাই আমার কাছে বিশেষ”।

কুলদীপ যাদব আরও জানিয়েছেন, “এই বোলিংয়ের ওপর আমি ক্রমশই চেষ্টা চালিয়ে গিয়েছে। উইকেটে বল রাখাই ছিল আমার কাছে প্রধান লক্ষ্য। সেই জায়গা থেকে যদি আমি বলে স্পিন করাতে পারি, ক্যাচ আউট হওয়ার একটা সুযেোগ থাকে। সেখানে টপ এজ হওয়ারও একটা সুযোগ থাকে”।