অ্যাশেজ সিরিজ ২০২৩-এর ব্যাপারে নিজের মতামত জানালেন সচিন তেন্ডুলকার

Sachin Tendulkar
Sachin Tendulkar. (Photo Source: Gettyimages)

অ্যাশেজ সিরিজ ২০২৩ ২-২ ড্র হয়েছে। ওভালে পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচে একটি দুর্দান্ত জয় পেয়েছে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। প্ৰথম দুটি টেস্ট ম্যাচে হারার পর ইংল্যান্ড যে এভাবে কামব্যাক করতে পারবে তা হয়তো কেউ ভাবতেই পারেনি। পঞ্চম টেস্ট ম্যাচটিতে পঞ্চম দিনে গিয়ে জয় পায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করলেও শেষমেশ লক্ষ্যে পৌঁছাতে পারেনি প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার এই সিরিজের ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি ইংল্যান্ড দলের প্রশংসাও করেছেন।

নিজের টুইটার হ্যান্ডেলে সচিন তেন্ডুলকার লিখেছেন, “২-০ থেকে ড্র হওয়া পর্যন্ত, এই অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের দৃঢ়তা টেস্ট ক্রিকেটের সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা ছিল। এই ফরম্যাট যে চরিত্রের গভীরতা এবং মানসিক দৃঢ়তা দাবি করে তা ফিরে আসার ক্ষমতা প্রদর্শন করে। প্রকৃতি মা হয়তো আমাদের এই সিরিজের ফলাফল দিতে অস্বীকার করেছে, কিন্তু এটি এই অবিশ্বাস্য খেলার চেতনাকে কমিয়ে দেয়নি। এটি দীর্ঘ সময়ের জন্য মনে রাখার মতো একটি সিরিজ।”

পঞ্চম টেস্ট ম্যাচটি জেতার জন্য অস্ট্রেলিয়াকে ৩৮৪ রান করতে হত। ডেভিড ওয়ার্নার এবং উসমান খাওয়াজা মিলে প্ৰথম উইকেটে ১৪০ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। ওয়ার্নার ১০৬ বলে ৬০ রানের একটি সুন্দর ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান। অন্যদিকে, খাওয়াজা ১৪৫ বলে ৭২ রান করেন। স্টিভ স্মিথও অর্ধশতরান পান। তিনি ৯৪ বলে ৫৪ রান করে আউট হন। ট্র্যাভিস হেড ৭০ বলে ৪৩ রান করতে সক্ষম হন। এছাড়া অস্ট্রেলিয়ার আর কোনও ব্যাটার খুব বেশি রান করতে পারেননি। শেষমেশ অস্ট্রেলিয়া ৯৪.৪ ওভারে ৩৩৪ রানে অলআউট হয়ে যায়। ক্রিস ওকস ১৯ ওভারে ৫০ রান দিয়ে ৪ উইকেট নেন। মইন আলি ৩টি উইকেট শিকার করেন। স্টুয়ার্ট ব্রড ২টি উইকেট পান। মার্ক উড ১টি উইকেট নিতে সক্ষম হন।

“একটি অভূতপূর্ব ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে” – সচিন তেন্ডুলকার

অ্যাশেজ সিরিজ ২০২৩-এর পঞ্চম টেস্ট ম্যাচটি ছিল স্টুয়ার্ট ব্রডের শেষ টেস্ট ম্যাচ। তিনি অবসর নেওয়ার পর সচিন তেন্ডুলকার তার প্রশংসা করেছেন।

সচিন তেন্ডুলকার টুইট করেছেন, “একটি অভূতপূর্ব ক্যারিয়ারের সমাপ্তি ঘটেছে। স্টুয়ার্ট ব্রড, আপনার নিরলস স্পেল এবং অটল উৎসর্গ চিরকাল ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে। আপনার ক্যারিয়ারের একটি উপযুক্ত সমাপ্তি হয়েছে। পরবর্তী ইনিংস উপভোগ করুন!”