ইংল্যান্ড বনাম ভারত: দ্বিতীয় টি-২০, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

দ্বিতীয় টি-২০তে কোহলি, বুমরাহ্‌, পান্ত, জাডেজা, শ্রেয়াস দলে ফিরছেন

Rohit Sharma
Rohit Sharma. (Photo by Gareth Copley/Getty Images)

এর চেয়ে ভালোভাবে টি-২০ সিরিজ শুরু করার প্রত্যাশা করতে পারত না ভারত। সাউদাম্পটনের রোজ বাউলে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর রোহিত শর্মা যে ঝোড়ো গতিতে ইনিংসের সূচনা করেছিলেন সেই গতিতেই প্রায় ১৮ ওভার অবধি খেলতে সক্ষম হয় ভারতীয় দল। শেষের ২ ওভারে ইংল্যান্ডের পেসাররা ভালো বোলিং করলেও ভারতকে ১৯৮/৮ তোলা থেকে আটকাতে পারেনি।

বোলিং করতে নেমে প্রথম ওভারেই ফর্মে থাকা জস বাটলারকে শূন্য রানে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে ভুবনেশ্বর কুমার বুঝিয়েছেন যে এই ফর্ম্যাটে পাওয়ারপ্লের অন্যতম সেরা বোলার তিনি। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট তুলে রানের গতি কমিয়ে রাখতে সক্ষম হয় বাকি বোলাররা। হার্দিক পান্ডিয়ার জন্য ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে, কারণ হাফ সেঞ্চুরি করার পাশাপাশি তিনি বল হাতে চার উইকেটও নিয়েছেন।

আসন্ন ম্যাচে বাহ্রতীয় দলে বেশ কিছু পরিবর্তন হবে। টেস্ট ম্যাচের একাদশের অংশ থাকা সদস্যরা দ্বিতীয় টি-২০ থেকে স্কোয়াদের অংশ হচ্ছেন এবং তাঁদের মধ্যে অনেককেই এজব্যাস্টনে খেলতে দেখা যাবে। মাত্র চার দিন  আগে এজব্যাস্টনে টেস্ট ম্যাচ হারের স্মৃতি ভুলে ভারতীয় দল সিরিজ দখলে নেওয়ার কথা ভাববে।

পিচ রিপোর্ট

সাউদাম্পটনের মতো এজব্যাস্টনের মাঠেও শুরু থেকেই আক্রমণ করার কথা ভাবতে পারে ভারতীয় দল। মাঠটি বাউন্ডারি হিটিংয়ের জন্য পরিচিত। তবে আগের ম্যাচে সুই বোলাররা সুবিধা পেলেও, এই ম্যাচে স্পিনারদের জন্য পিচে সহায়তা থাকবে। প্রথমে ব্যাটিং করা দল ১৮০-র কাছাকাছি স্কোর করার কথা ভাববে।

কোন দলের কেমন কম্বিনেশন

ইংল্যান্ড

প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ইংল্যান্ড কম্বিনেশন বদল করার কথা ভাবতে পারে। পাওয়ারপ্লেতে ২ উইকেট নিলেও ৬৬ রান দেওয়ায় ইংল্যান্ড ইনিংসের শুরুতে ডেভিড উইলের মতো কাউকে দিয়ে রানের গতি নিয়ন্ত্রণে রাখার কথা ভাবতে পারে। ইনিংসের শুরুতে সুইং কাজে লাগাতে পারবেন উইলে। সেক্ষেত্রে বাদ যেতে পারেন স্যাম কারান। এ ছাড়া চোটপ্রবণ টাইমাল মিলসের পরিবর্তে অভিষেক হতে পারে রিচার্ড গ্লিসনের।

সম্ভাব্য একাদশ: জস বাটলার (অধিনায়ক এবং উইকেটকিপার), জেসন রয়, ডাউয়িড মালান, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মইন আলি, ডেভিড উইলে, ক্রিস জর্ডান, রিস টপলে, রিচার্ড গ্লিসন, ম্যাথিউ পার্কিনসন।

ভারত

টেস্ট ম্যাচে হতাশাজনক হারের পর ভারত প্রথম ম্যাচ জিতে নিখুঁত প্রতিশোধ নিয়েছে। সেই প্রতিশোধ আরও সুমধুর হবে যদি সিরিজটি জিততে পারে। দ্বিতীয় ম্যাচে বেশ কিছু পরিবর্তন হবে কারণ টেস্ট ম্যাচে থাকা খেলোয়াড়রা এই ম্যাচে নির্বাচিত হতে পারেন। শেষ দুই ম্যাচের স্কোয়াডে না থাকা অর্শদীপ সিং তো বাদ পড়বেনই, সেইসঙ্গে আরও কিছু খেলোয়াড়ের বাদ যাওয়ার সম্ভাবনা।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, দীপক হুডা, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ্‌।

ইংল্যান্ড বনাম ভারত হেড-টু-হেড

ম্যাচ – ২০ | ইংল্যান্ড – ৯ | ভারত – ১১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০টা

টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – সনি লিভ অ্যাপ