ইংল্যান্ড বনাম ভারত: দ্বিতীয় ওডিআই, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

চোটমুক্ত হয়ে গেলে বিরাট কোহলির একাদশে ফেরার সম্ভাবনা আছে

Jasprit-Bumrah
Jasprit-Bumrah. ( Photo Source: Twitter)

কেনিংটন ওভালে প্রথম ওডিআইতে টিম ইন্ডিয়া একটি স্মরণীয় জয় অর্জন করেছে এবং তারা স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে। সিরিজ দখলে নেওয়ার লক্ষ্যে থাকা ভারত একটি শক্তিশালী একাদশ নির্বাচন করার কথা ভেবে দলে ফিরিয়ে আনতে পারে বিরাট কোহলিকে। অন্যদিকে, সিরিজে সমতা আনতে চাওয়া ইংল্যান্ড বেশ কিছু পরিবর্তন করতে পারে তাদের একাদশে।

ভারতীয় বোলিং লাইনআপ টি-টোয়েন্টি সিরিজের সময় থেকেই ভালো ছন্দে রয়েছে এবং অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে অন্তর্ভুক্ত করায় পেস আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। জসপ্রিত বুমরাহ্‌ প্রথম ওয়ানডেতে অসাধারণ পারফর্ম করে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করেন এবং ৭.২ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ছয় উইকেট নেন।

অন্যদিকে, ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতার পরে বোলিং বিভাগেও উল্লেখযোগ্য পারফর্ম্যান্স ছিল না। অনেক দিন পর ওডিআই দলে ফেরা জো রুট ও বেন স্টোকস দুজনেই শূন্য রানে আউট হন এবং দ্বিতীয় ওডিআইতে ফর্ম পুনরুদ্ধারের চেষ্টা করবেন। বোলারদের মধ্যে কেউই ভরসা দিতে পারেননি। ফলে ইংল্যান্ড তাদের কম্বিনেশন বদলাতে পারে।

পিচ রিপোর্ট

লর্ডস পিচ প্রাণবন্ত হয় কারণ এখানে ঘাসের উপস্থিতি থাকে। যদিও পিচের গতি ও বাউন্স বিশ্বস্ত। পেসাররা এখানকার বাউন্স এবং সুইং নিজেদের কাজে লাগানোর চেষ্টা করবে।

কোন দলের কেমন কম্বিনেশন

ইংল্যান্ড

প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ইংল্যান্ড কম্বিনেশন বদল করার কথা ভাবতে পারে। বোলিংয়ের জন্য অনুকূল পরিস্থিতি থাকলেও বোলাররা নাগাড়ে শর্ট পিচ বোলিং করে গেছেন এবং ভুগেছেন। তুলনামূলক অনভিজ্ঞ কার্স ও ওভারটন বাদ যেতে পারেন এবং ফেরানো হতে পারে সুইং বোলার স্যাম কারানকে। ব্যাটিং পোক্ত করার জন্য মিডল অর্ডারে হ্যারি ব্রুককে খেলানো হতে পারে।

সম্ভাব্য একাদশ: জনি বেয়ারস্টো, ফিল সল্ট, জো রুট, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটকিপার), বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ডেভিড উইলে, স্যাম কারান, রিস টপলে।

ভারত

টি-২০ সিরিজের শেষ ম্যাচের হারকে বিশেষ গুরুত্ব না দিয়ে ভারত দুর্দান্তভাবে ওয়ানডে সিরিজ শুরু করায় খুব বেশী বদল করার কথা ভাববে না। তবে বিরাট কোহলি চোটমুক্ত হয়ে গেলে, তিনি তিন নম্বরে ব্যাটিং করবেন বলে আশা করা যায়। এ ছাড়া জসপ্রিত বুমরাহ্‌কে বিশ্রাম দিয়ে শার্দূল ঠাকুরকে খেলানোর সম্ভাবনা আছে।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক),শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ।

ইংল্যান্ড বনাম ভারত হেড-টু-হেড

ম্যাচ – ১০৪ | ইংল্যান্ড – ৪৩ | ভারত – ৫৬ | টাই – ২ | অমীমাংসিত – ৩

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় বিকেল ৫:৩০

টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – সনি লিভ অ্যাপ