অ্যাশেজের সবকটি টেস্ট খেলা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন ইংল্যান্ডের পেসার মার্ক উড

Mark Wood
Mark Wood. (Photo Source: Twitter)

ইংল্যান্ডের পেসার মার্ক উড এবারের অ্যাশেজ সিরিজে ৫টি ম্যাচই খেলতে পারবেন কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অ্যাশেজ ২০২১-২০২২-এর সর্বোচ্চ উইকেটপ্রাপক বোলার ছিলেন মার্ক উড। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে ৪-০ ব্যবধানে হারলেও দলকে জেতানোর জন্য তার চেষ্টায় কোনো কমতি ছিল না। তবে চোটের কারণে এরপর মাত্র তিনটি টেস্ট ম্যাচেই খেলেছেন তিনি। তিনি যদি অ্যাশেজ সিরিজে ঠিকঠাক খেলতে না পারেন তবে ইংল্যান্ডের কাছে সেটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ের আগে তিনি মিডিয়াকে জানান যে অ্যাশেজের সবকটি টেস্টে তার খেলার সম্ভাবনা খুবই কম। এছাড়াও তিনি বলেন যে তিনি ক্লান্ত তবে যদি অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালাম তাকে খেলাতে চান তাহলে তিনি খেলবেন।

মার্ক উড পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ, টি-২০ বিশ্বকাপ এবং পাকিস্তানে টেস্ট সফরে ইংল্যান্ডের দলে ছিলেন। এরপর বাংলাদেশ সফরের আগে তিনি ২ মাসের জন্য দলের বাইরে ছিলেন। এই মুহূর্তে বাংলাদেশে ওডিআই খেলার জন্য সফরকারী দলে তিনি রয়েছেন। প্রথম দুটি ম্যাচ জিতে নিয়ে ইংল্যান্ড ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজটি জিতে নিয়েছে।

অ্যাশেজে তিনটির বেশি টেস্ট খেলতে পারবেন না বলে জানালেন মার্ক উড

স্কাইস্পোর্টসকে মার্ক উড জানান, “খুব সম্ভবত , আমাদের যা বোলিং আক্রমণ আছে, বিশেষ করে দেশে, আমি সম্ভবত চারটি টেস্টও খেলতে পারব না। যদি তাদের একটি পেস এলিমেন্টের প্রয়োজন হয় তাহলে তারা আমাকে এক বা দুটি টেস্টেও রাখতে পারে। সে (স্টোকস) দলে মিশ্রণ করতে পারে খেলোয়াড়দের সতেজ রাখার জন্য, কিন্তু বাকিরা যদি ভালো খেলতে পারে, তাহলে আমি হয়তো কোনো ম্যাচই খেলতে পারব না। তারা যেভাবে আমাকে তদারকি করেছে তাতে আমার খুব সন্দেহ হচ্ছে যে আমি চারটে টেস্ট খেলতে পারব কিনা। তারা যদি তিন বা চারটি টেস্টে আমাকে খেলাতে চায়, আমি অবশ্যই খেলব।

বাংলাদেশ সফরের পর মার্ক উড আইপিএলে খেলবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে তিনি লখনউ সুপার জায়ান্টস দলের সদস্য। এই বছর আইপিএল শুরু হবে ৩১শে মার্চ থেকে। অ্যাশেজ সিরিজ শুরু হবে ১৬ই জুন এজবাস্টনে। এরপর আগস্ট মাসে দ্য হান্ড্রেড ক্রিকেট লীগে খেলবেন মার্ক উড। ইংল্যান্ড অবশ্যই চাইবে যে তাদের দলের অন্যতম সেরা পেসার যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি ফিট হয়ে উঠুক।