“ইঞ্জিনিয়ারিং ছাত্রদের সবকিছুই তাড়াতাড়ি শেখার প্রবণতা থাকে” – আকাশ মধওয়াল

Akash Madhwal
Akash Madhwal. (Photo Source: BCCI/IPL)

আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন আকাশ মধওয়াল। বুধবার চিপকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের প্রধান নায়ক চিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁর দুর্ধর্ষ স্পেলেই লখমনউ সুপার জায়ান্টসকে হারিয়ে প্লেঅফের কোয়ালিফায়ারে পৌঁছে গিয়েছে ইন্ডিয়ান্স। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এখন মুম্বই ইন্ডিয়ান্সের স্বপ্নের কারিগড়। ম্যাচ শেষে নিজের পারফরম্যা্ন্স নিয়ে মুখ খুলেছেন আকাস মধওয়াল। ইঞ্জিনিয়ারদের সবকিছু তাড়াতাড়ি শিখে নেওয়ার প্রবণতার জন্যই এমনটা হয়েছে বলে মনে করছেন তিনি।

তাঁর এই পারফরম্যান্সের সঙ্গেই আইপিএলের মঞ্চে এক নচুন ইতিহাস তৈরি করলেন এই তারকা ক্রিকেটার। আইপিএলের ইতি্হসে সোরা বোলিং পারফরম্যান্স দেখালেন তিনি। এতদিন ১৫ রানে পাঁচ উইকেট নেওয়াই চিল সর্বোচ্চ। সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই তরুণ বোলার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর দুরন্ত স্পেলের ,স্বাক্ষী হয়ে রইল গোটা ভারতবর্ষ। একা হাতেই কার্যত লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং লাইনআপকে তাসের ঘরের মতে ভেঙে দিলেন তিনি।

৫ রানে ৫ উইকেট নিয়ে আইপিএলের প্লেঅফে রেকর্ড গড়েছিলেন আকাশ মধওয়াল

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন আকাশ মধওয়াল। কার্যত তাঁর ধাক্কাতেই শেষ হয়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে সেরা বোলিংয়ের ইতিহাসটাও বোধহয় গড়ে ফেললেন তিনি। বল করলেন এদিন মত্র ৩.৩ ওভার। সেখানে রান দিয়েছেন ৫ রান। আর উইকেট তুলে নিয়েছিল পাঁচটি। আইপিএলের মঞ্চে এটাই এখন সেরা বোলিং পারফরম্যান্সের পরিসংখ্যান। ম্যাচ শেষে সেরার পুরস্কারও উঠেছিল তাঁরই হাতে। এরপরই নিজের কেরিয়ার প্রসঙ্গে মুখ খুল্ছিলেন আকাশ মধওয়াল।

এই প্রসঙ্গে আকাশ মধওয়াল জানিয়েছেন, “আমি প্রস্তুতি করে চলেছিলাম এবং নিজের সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলাম। আমি ইঞ্জিনিয়ারি্ং পড়ছিলাম এবং টেনিস বল ক্রিকেট খেলতাম। সেটাই আমার প্যাশন ছিল। ইঞ্জিনিয়ারদের সবকিছুই খানিকটা তাড়াতাড়ি শেখার একটা প্রবনতা থাকে।আমি সবসময়ই প্রস্তুতি চালিয়ে যেতাম এবং সেটাি এবার বাস্তবায়িত করতে পেরেছি। আমি অত্যন্ত গর্বিত এই কাজের জন্য। নিজেকে আরও ভাল করার চেষ্টা চালিয়ে যাব। বুমরাহ ভাইয়ের তাঁর নিজস্ব জায়গা রয়েছে। আমি শুধুু নিজের ভূমিকা পালনের চেষ্টা করে চলেছি। নিকোলাস পুরানের উইকেটটাই সেরা ছিল আমার কাছে”।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ৩.৩ ওভার বোলিং করেছিলেন এই তরুণ বোলার। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়ে্ছিল লখনউ সুপার জায়ান্টস ব্যাটিং লাইনআপ। ৫ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।