দীপক হুডাকে টপ অর্ডারে ব্যাটিং করানোর পরামর্শ দীনেশ কার্তিকের

Deepak Hooda
Deepak Hooda. ( Photo Source: Sony Sports )

রবিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ  তারকা ক্রিকেটার দীনেশ কার্তিকের। দীপক হুডাকে ছয় কিংবা সাত নম্বরে নয়, বরং টপ অর্ডারেই খেলানোর পরামর্শ দিচ্ছন ভারতীয় দলের তারকা উইকেটকিপার  ব্যাটার দীনেশ কার্তিক। তাঁর মতে চাপের মুহূর্তে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারছেন না দীপক হুডা। সেজন্যই তাঁকে টপ অর্ডারে খেলানোর পরামর্শ দিচ্ছেন এই তারকা ক্রিকেটার।

প্রথম ম্যাচে ননিউ জিল্যান্ডের কাছে ২১ রানে হেরে গিয়েছে ভারতীয় দল। সেখানে সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দরকে বাদ দিলে ভারতীয় দলের কোনও ব্যাটারই সেভাবে নিজেদের পারফর্ম্যান্স দেখাতে পারেননি। দীপকর হুডাকে ভারতীয় দলের প্রথম একাদশে খেলানো হলেও, তিনি কিন্তু ব্যাট হাতে সফল হতে ব্যর্থই হয়েছেন। এরপরই তাকে নেিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার দীনেশ কার্তিক। তাঁর মতে দীপক হুডাকে তিন নম্বরে ব্যাটিং করালেই ভারতীয় দল যথেষ্ট সাহায্য পাবেন।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে সফল হতে পারেননি দীপক হুডা

দীনেশ কার্তিকের মতে যেকোনও দলের হয়েই পাঁচ, ছয় কিংবা সাত নম্বরে ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করে যাওয়াটা একেবারেই সম্ভব নয়। কিন্তু দীপ্ক হুডাকে ভারতীয় দলের হয়ে সেই জায়গাতেই খেলানো হচ্ছে বারবার। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে  প্রথম ম্যাচেও তাঁকে সেই জায়গাতেই খেলানো হয়েছে। দ্বিতীয় ম্যাচ শুরু হওয়ার আগে সেই জায়গা নিয়েই বিশেষ পরামর্শ দিচ্ছেন এই তারকা ক্রিকেটার।

ক্রিকবাজকে দীনেশ কার্তিক জানিয়েছেন, “পাঁচ, ছয় কিংবা সাত নম্বর স্থানে ধারাবাহিকভাবে ব্যাটিং করাটা সত্যিই খুব কঠিন একটা ব্যপার। বিশেষ করে ছয় এবং সাত নম্বরে ব্যাটিং করাটা। যদিও তিন নম্বর পজিশনে দীপত হুডা ভাল পারফরম্যান্সই প্রদর্শন করেছেন এর আগে। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করছে সেই একই পারফর্ম্যান্স বোধহয় ছয় কিংবা সাত নম্বরেও করতে পারবেন দীপক হুডা। আমার মনে হয় এটা দীপক হুডার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে”।

যদিও আইপিএলে মিডল অর্ডারে ব্যাটিং করে সেভাবে সাফল্য পেতে পারেননি দীপক হুডা। সেই জায়গাতে ব্যর্থ হতেই দেখা গিয়েছিল তাঁকে। দীনেশ কার্তিকের মতে ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে বিবাদ হওয়ার পরই দীপক হুডা নিজেকে আরও ভালভাবে বুঝতে পেরেছেন। আর সেজন্যই এবার দীনেশ কার্তিক দীপক হুডাকে নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।