মনে হচ্ছিল না জসপ্রীত বুমরাহ চোট থেকে ফিরে এসছেন, বলেছেন আকাশ চোপড়া

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter)

জসপ্রীত বুমরাহ চোটের কারণে বহুদিন মাঠের বাইরে ছিলেন। আগস্ট মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের টি-২০ সিরিজে তিনি কামব্যাক করেছিলেন। সেই সিরিজটিতে তার নেতৃত্বেই খেলেছিল ভারতীয় দল। এরপর, এশিয়া কাপ ২০২৩-এ তাকে খেলতে দেখা গিয়েছিল। এই টুর্নামেন্টে তিনি ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন এবং নিজের ফিটনেসেরও প্রমাণ দিয়েছিলেন।

তিনি এশিয়া কাপ ২০২৩-এর চারটি ম্যাচে খেলেছিলেন এবং তিনটি ম্যাচে বোলিং করার সুযোগ পেয়েছিলেন। তিনি এই টুর্নামেন্টে ৪টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। তিনি বেশি উইকেট নিতে পারেননি, তবে ব্যাটারদের চাপে রাখতে সক্ষম হয়েছিলেন।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া জসপ্রীত বুমরাহের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে এই অভিজ্ঞ পেসারকে দেখে মনে হচ্ছিল না যে তিনি চোট থেকে ফিরে এসেছেন।

আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “জসপ্রীত বুমরাহ ১০ ওভার বল করতে পারবেন কিনা তা নিয়ে আমরা ভাবছিলাম। তার অনেকবার ১০ ওভার বোলিং করার দরকার ছিল না কিন্তু তিনি যতই বোলিং করুন না কেন, তিনি আশ্চর্যজনকভাবে তা করেছেন। তিনি একেবারে অসামান্য ছিলেন।”

তিনি আরও বলেন, “এটা দেখে মনে হচ্ছিল না যে তিনি চোট থেকে ফিরে এসছেন। মনে হচ্ছে না যে তিনি লড়াই করছেন। বলটা তার হাত থেকে সুন্দরভাবে বের হচ্ছিল, তিনি দুই দিকেই সুইং করাচ্ছিলেন, গতি, ছন্দ এবং ভেরিয়েশন ভালো ছিল। তাই আপনি বলছেন যে বুমরাহ ফিরে এসেছেন, তাকে বেশ ভালো দেখাচ্ছে।”

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে চাইবে ভারত

জসপ্রীত বুমরাহ চোটের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে পারেননি। তিনি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ অংশগ্রহণ করতে পারেননি। এরপর বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৩-এও তার পরিষেবা পায়নি ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি খেলতে পারেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এও ২৯ বছর বয়সী এই পেসার খেলতে পারেননি।

২২শে সেপ্টেম্বর থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজ চলবে। এর কিছুদিন পর থেকেই শুরু হবে ওডিআই বিশ্বকাপ। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এখনও পর্যন্ত একটিও আইসিসি ট্রফি জেতেনি ভারত। আসন্ন বিশ্বকাপে দেশের মাটিতে অবশ্যই ট্রফির খরা কাটিয়ে উঠতে চাইবে ভারতীয় দল।