অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা শিবিরে ডেওয়াল্ড ব্রেভিস

Dewald Brevis
Dewald Brevis. (Photo Source: IPL/BCCI)

আসন্ন বিশ্বকাপের মঞ্চে কী এবার দক্ষিণ আফ্রিকা শিবিরে সুযোগ পেতে চলেছেন ডেওয়াল্ড ব্রেভিস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড ঘোষণা হওয়ার পরই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা। আগামী ৩০ অগস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা। সেখানেই এবার সুোগ করে নিয়েছেন ২০ বর্ষীয় তরুণ প্রোটিয়া ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে। এখন শুধুই দক্ষিণ আফ্রিকার জার্সিতে ক্রিকেটের বাইশগজে এই তরুণ ক্রিকেটারের মাঠে নামার অপেক্ষা।

শেষ তিন বছর ধরে ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে চলেছেন ডেওয়াল্ড ব্রেভিস। এবারের আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ছিলেন তিনি।  তাঁকে ৩ কোটি টাকা দিয়ে দলে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই ৭ ম্যাচ খেলে ডেওয়াল্ড ব্রেভিসের রান রয়েছে ১৬১। বেশ কয়েকদিন ধরেই এই তরুণ ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকা শিবিরে সুযোগ দেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। অবশেষে দীর্ঘ সেই অপেক্ষার অবসান হয়েছে এবার।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২-এ সর্বোচ্চ রান করেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস

বিশ্বকাপের আগেই দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে সুযোদ পেসেন ডেওয়াল্ড ব্রেভিস। সোমবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ ও ওডিআই ক্রিকেটের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেখানে দুই স্কোয়াডেই সুযোগ পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। দেশের জার্সিতে নিজের পারফরম্যান্স দেখিয়ে সকলের নজর তিনি কাড়তে পারেন কিনা তা তো সময়ই বলবে। তবে সম্প্রতি টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু ভাল পারফরম্যান্সই দেখিয়েছেন এই তরুণ ক্রিকেটার। তাঁঁকেই এবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

ঘরোয়া ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই এখনও পর্যন্ত ৪২টি টি টোয়েন্টি ক্রিকেটের ম্যাচে ১০৫৫ রান রয়েছে। সেখানেই তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১৪১.৮০। একইসঙ্গে ২০২২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও সর্বোচ্চ রানের মালিক ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। এবার দেশের জার্সিতেও নিজের পারফরম্যান্সের ধারা তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওডিআই স্কোয়াড

টেম্বা বাভুমা, ডেওয়াল্ড ব্রেভিস, দেরাল্ড কোটডে, কুউন্টন ডিকক, বোর্ণ ফোর্টিম, রিজা হেনড্রিকস, মার্কো য়্যানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, তাবরেজ সামসি, ওয়েন পার্ণেল, কাগিসো রাবাডা, ট্রিস্টান স্টাবস, ফান ডার ডুসেন।