আইপিএল ২০২৩-এ উমরান মালিকের পারফরম্যান্সের প্রতি অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ

Virender Sehwag. (Photo by MONEY SHARMA/AFP via Getty Images)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ এডেন মার্করামের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) প্রদর্শন একেবারেই ভালো ছিল না। দলগতভাবে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে না পারায় গ্রুপ পর্যায় থেকেই তাদের বিদায় নিতে হয়েছে। এই মরসুমে তারা ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে। এবারের আইপিএলের পয়েন্ট তালিকায় সবার শেষে তাদের ঠাঁই হয়েছে।

Advertisement
Advertisement

এই মরসুমে বল হাতে ভারতের স্পিডস্টার উমরান মালিকের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। তিনি সবকটি ম্যাচে খেলারও সুযোগ পাননি। এই মরসুমে তিনি ৮টি ম্যাচ খেলে মাত্র ৫টি উইকেট নিতে সক্ষম হয়েছেন এবং তার সেরা বোলিং পরিসংখ্যান হল ২/৩২। তার গড় এবং ইকোনমি রেট হল যথাক্রমে ৪৩.৪০ এবং ১০.৮৫।

উমরান মালিকের এই পারফরম্যান্সে একেবারেই খুশি নন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। উমরানের বোলিংয়ের লেন্থের ব্যাপারে তিনি নিজের বক্তব্য জানিয়েছেন। তার মতে উমরান গত বছর যে ভুলগুলি করেছিলেন সেই একই ভুল তিনি এই বছরেও করেছেন।

ক্রিকবাজকে বীরেন্দ্র সেহওয়াগ বলেন, “যদি একজন দক্ষিণ আফ্রিকান পেসার হত, আমি বুঝতে পারতাম যে সে খুব বেশি ফুল লেন্থে বোলিং করতে চাইবে না। কিন্তু উমরান মালিক… সমস্যা হল সে এলোমেলো লেন্থে বোলিং করে চলেছে। তার এখনও অভিজ্ঞতা নেই। তিনি হয়তো ডেল স্টেইনের সাথে অনেক কাজ করেছেন, কিন্তু তিনি আসলে তার লেন্থ সম্পর্কে ধারণা পাননি। স্টেইনের সাথে এতদিন কাজ করা এবং তার অধীনে শেখা সত্ত্বেও, সে একই ভুল করছে যা সে গত বছর করেছিল।”

গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হয় সানরাইজার্স হায়দ্রাবাদ

২১শে মে, রবিবার, এই মরসুমের গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে পরাজিত হয় সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রান করেছিল এসআরএইচ। তাদের দলের দুজন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং বিভ্রান্ত শর্মা দুটি দুর্দান্ত ইনিংস খেলেন। মায়াঙ্ক ৪৬ বলে ৮৩ রান এবং বিভ্রান্ত ৪৭ বলে ৬৯ রান করেন।

রান তাড়া করতে নেমে খুব সহজেই ম্যাচটি জিতে নেয় এমআই। ১২ বল বাকি থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে ২০১ রানে পৌঁছে এই ম্যাচটি তারা জিতে নিয়েছিল। এই ম্যাচে মাত্র ৪৭ বলে অপরাজিত ১০০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন ক্যামেরন গ্রিন।