এবারের আইপিএলে দিল্লির ব্যাটিংই তাদের সাফল্যের রাস্তা ঠিক করবে, মত আকাশ চোপড়ার

Aakash Chopra. (Photo Source: Facebook)

কয়েকবার প্লেঅফের ছাড়পত্র পেলেও এখনও পর্যন্ত এরকবারও আইপিঅল চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি ক্যাপিটালস। গতবারের আইপিএলেও চূড়ান্চ ব্যর্থ হয়েছিল দিল্লি ক্যাপিটালস শিবির। গতবারই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব উঠেছিল ঋষভ পন্থের ওপর। যদিও এবার গাড়ী দূর্ঘটনায় গুরুতর আহত হওয়ার জন্য এূারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। ২০২৩ সালের আইপিএলে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই মাঠে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই পর্বে তাদের সাফল্য পাওয়া নিেয়েই মুখ খুলেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

Advertisement
Advertisement

আকাশ চোপড়ার মতে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সাফল্যের রাস্তায় এগিয়েযেতে একমাত্র সাহায্য করতে পারে তাদের ব্যাটিং লাইনআপ। যদিও আইপিএলে নামার আগেই দিল্লি ক্যারিটালস বড়সড় ধাক্কা খেয়েছে। চোটের জন্য তাদের দলে এবার নেই ঋষভ পন্থ। এই তারকা ব্যাটারের অবাব পূরণ করাটা যে কতটা কটিন তা বলার অপেক্ষা রাখে না।  যদিও দিল্লি ক্যাপিটালস শিবিরে রয়েছেন ডেভঙিড ওয়ার্নার, মনীশ পান্ডেদের মতো ব্যাটাররা।  দিল্লি ক্যাপিটালস শিবিরের দল নিয়ে বিশ্লেষণ করার পরই েমন বার্তা দিয়েছেন আকাশ চোপড়া।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক এবার ডেভিড ওয়ার্নার

এবারের আইপিএলে অধিনায়কের দায়িত্ব রয়েছে ড়েভিড ওয়ার্নারের ওপর। যদিও সম্প্রতি তাঁর পারফরম্যান্স খুব একটা ভাল য়াচ্ছে না। কি্ন্তু ওপেনিংেয়ে এই তারকা ক্রিকেটার নিজের ফর্মে তাকতে যে যেকোনও  প্রতিপক্ষের সামনে তা বড়সড় সমস্যা হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে রয়েছেন পৃথ্বী শ। এছাড়া মিডল অর়্ডারে রয়েছেন মিচেল মার্শ। গতবছর দিল্লি ক্যাপিটালসের হয়ে অবশ্য গোটা মরসুম কেলতে পারেননি তিনি।

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপই যে তাদের সাফল্যের চাবিকাঠি হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। অই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এবারের মরসুমে দিল্লি ক্যাপটালসের অধিনাযকের দায়িত্বে রয়েছেন ডেভিড ওয়ার্নার। আমি যদি তাদের ব্যাটিং অর্ডার দেখার চেষ্টা করি তবে সেটা বোঝা কিন্তু খানিকটা হলেও কঠিন। ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বি শ তাদের ওপেনিং জুটি। সেখানেই মিচেল মার্শ খেলবেন তিন নম্বর পজিশনে। সেখানেই চার নম্বর পজিশনে ঋশভ পন্থের জায়গাটা কী  মনীশ পান্ডে অথবা সরফরাজ খান মেটাতে পারবেন? আমার কাছে তাদের ব্যাটিং অর্ডার খানিকটা হলেও অন্যরকম লাগছে”।

এবারের আইপিএলেই দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম আইপিএল ট্রপির খোঁজে রয়েছেন। সেখানেই শেষপর্যন্ত তারা পারে কিনা সেটাই দেখার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচ থেকেই তাদের জয় যাত্রা শুরু হয় কিনা  সেদিকেই তাকিয়ে সকলে।