মুম্বাই ইন্ডিয়ান্সকে লজ্জাজনকভাবে পরাজিত করল দিল্লি ক্যাপিটালস

Delhi Capitals
Delhi Capitals. (Photo Source: Twitter/WPL)

ডাব্লুউপিএলে টানা ২টি ম্যাচে হারের মুখোমুখি হল মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৯ উইকেটে পরাজিত হল মুম্বাই ইন্ডিয়ান্স।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। শুরু থেকেই উইকেট হারাতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। দুই ওপেনারই ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। ইয়াস্তিকা ভাটিয়া এবং হেইলি ম্যাথুস যথাক্রমে ৬ বলে ১ রান এবং ১০ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ন্যাট সাইভার-ব্রান্ট নিজের প্ৰথম বলেই মারিজান ক্যাপের বলে বোল্ড হন।
অ্যামেলিয়া কের ১৬ বলে মাত্র ৮ রান করে অরুন্ধতী রেড্ডির শিকার হন। হারমানপ্রিত কউর দলের ব্যাটিং লাইন আপকে ভেঙে পড়ার থেকে আটকানোর চেষ্টা করলেও শেষমেশ তিনিও অসফল হন। তিনি ২৬ বলে ২৩ রান করে শিখা পান্ডের বলে আউট হন।

পূজা ভাস্ত্রকারকে ব্যাট হাতে ছন্দেই দেখাচ্ছিল কিন্তু তিনি ১৯ বলে ২৬ রান করে জেস জোনাসেনের বলে আউট হয়ে যান। ইসি ওং ২৪ বলে ২৩ রান করেন। আমানজত কৌর ১৬ বলে ১৯ রান করে দুর্ভাগ্যবশত রান আউট হন। হারমানপ্রিত কউরের দলের মাত্র তিনজন ২০ রানের গন্ডি টপকাতে সক্ষম হয়েছিলেন। শেষমেশ ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। মারিজান ক্যাপ ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন। শিখা পান্ডে এবং জেস জোনাসেনও ২টি করে উইকেট পান। অরুন্ধতী রেড্ডি ১টি উইকেট শিকার করেন।

১১ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নিল দিল্লি ক্যাপিটালস

রান তাড়া করতে নেমে খুব সহজেই এই ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। মাত্র ৯ ওভারে ১ উইকেটে ১১০ রান করে এই ম্যাচ জিতে নেয় মেগ ল্যানিংয়ের দল। শেফালী ভার্মা ৬টি চার এবং ১টি ছয় সহ ১৫ বলে ৩৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে হেইলি ম্যাথুসের বলে আউট হন। অধিনায়ক মেগ ল্যানিং এবং অ্যালিস ক্যাপসি যথাক্রমে ২২ বলে অপরাজিত ৩২ রান এবং ১৭ বলে অপরাজিত ৩৮ রান করেন।

এই ম্যাচে অসাধারণ বোলিংয়ের প্রদর্শন করে ম্যাচসেরার পুরস্কার পান মারিজান ক্যাপ। মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করে ডাব্লুউপিএল টেবিলের শীর্ষস্থান থেকে তাদের সরিয়ে নিজেদের জায়গা করে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন-